সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় পাইপ ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে উপজেলার জনতা মোড় ও জোতপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০০ মিটার পাইপ ভেঙে দেওয়া হয়।
জানা যায়, স্থানীয় প্রভাবশালী কিছু লোকজন ড্রেজার মেশিনে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। এমন সংবাদে উপজেলা প্রশাসন সেখানে অভিযান পরিচালনা করে। এসময় সেখানে কাউকে না পেয়ে বালু উত্তোলনের জন্য স্থাপিত পাইপ ও বিভিন্ন সরঞ্জামাদি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
উপজেলার নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা (ইউএনও) জুয়েল মিয়া জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বালু উত্তোলনে জড়িতদের ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে বালু উত্তোলনের পাইপ ধ্বংস করা হয়েছে। এসময় সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এম এ মালেক/এমএন/এমএস