অভিযানের তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রামে সেনাবাহিনীর হাতে আটক ৪

3 months ago 32

চট্টগ্রামের চন্দনাইশে সেনাবাহিনীর গাড়ির ওপর নজরদারি এবং অভিযানের তথ্য পাচারে জড়িত চার অপরাধীকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (৬ মে) রাত সাড়ে ১০টার দিকে সেনাবাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চন্দনাইশের পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেনাবাহিনীর গাড়ির ওপর নজরদারিসহ অন্যান্য অপরাধের কথা স্বীকার করেছেন অভিযুক্তরা। পরে তাদের চন্দনাইশ থানায় সোপর্দ করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার ৭ মে সকালে তাদের আদালতে পাঠানো হয় বলে জানান ওসি।

আটকরা হলেন- চট্টগ্রামের চন্দনাইশ থানাধীন জোয়ারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর জোয়ারা নগর পাড়া গ্রামের মৃত ছালেহ আহমেদের ছেলে মো. আব্দুল গফুর (৬২), কাঞ্চনাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড উত্তর কাঞ্চননগর এলাকার মো. আলীর ছেলে মো. ফয়জুর রহমান (৪৫), একই এলাকার মৃত আফজাল আলীর ছেলে মো. জসিম (৩৬) এবং মৃত আহমেদ হোসেনের ছেলে মো. জাহেদুল ইসলাম (৩৬)।

এমডিআইএইচ/এএমএ/এএসএম

Read Entire Article