অভিযুক্ত বিএনপি নেতা শহীদুলকে কারণ দর্শানোর নোটিশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শহীদুল হক শহিদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর দক্ষিণ। অভিযুক্ত শহীদুল বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের ৩৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদে আছেন।
মঙ্গলবার (৪ মার্চ) বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক অফিস বিজ্ঞপ্তিতে এ নোটিশ দেওয়া হয়।
নোটিশে বলা হয়, গত ৩ মার্চ রাতে ধোলাইখালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে সংঘটিত অপ্রীতিকর ঘটনায় আপনাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে পত্রপ্রাপ্তির আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য আপনাকে নির্দেশিত হয়ে অবগত করা হলো।
জানা যায়, সোমবার (৩ মার্চ) রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর বিএনপি নেতা শহীদুলের নেতৃত্বে হামলা চালায় স্থানীয়রা। এতে আহত হন জবির ছয়জন শিক্ষার্থী।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে এ বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি পুরো বিশ্ববিদ্যালয়ের প্রদক্ষিণ করে প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শিক্ষার্থীরা ‘যে হাত ছাত্র মারে সেই হাত ভেঙে দাও’, ‘সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, আমার ভাই হাসপাতালে খুনিরা কেন বাইরে’সহ নানা স্লোগান দেন।
এসময় এক সমাবেশে শিক্ষার্থীরা বলেন, যেসব সন্ত্রাসী গোষ্ঠী শিক্ষার্থীদের ওপর হামলা ও চাঁদাবাজির রাজনীতি ফিরিয়ে আনার পাঁয়তারা করছে তাদের সাবধান থাকা দরকার। এ দেশের মানুষ আর নব্য কোনো ফ্যাসিবাদ কায়েম করতে আর দিবে না। বারবার শিক্ষার্থীদের ওপর হামলা হচ্ছে, এর একটা সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন।