অভিষেকের পরের ম্যাচেই ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা তানভীর

2 months ago 32

আগের ওয়ানডেতেই এই ফরম্যাটে অভিষেক হয়েছিল। ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতে এসে ম্যাচ জেতানো স্পেল উপহার দিলেন তানভীর ইসলাম।

বাঁহাতি এই স্পিনারের ঘূর্ণি জাদুতে ভর করে ২৪৮ রানের পুঁজি নিয়েও শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। ১৬ রানের জয়ে সিরিজে ফিরিয়েছে সমতা।

কলম্বোয় তানভীর এদিন ১০ ওভার বল করে দুটি মেইডেনসহ মাত্র ৩৯ রান দিয়ে শিকার করেন ৫টি উইকেট। শ্রীলঙ্কার প্রথম চার ব্যাটারের তিনজনই হন বাঁহাতি এই স্পিনারের শিকার।

৫/৩৯, দুর্দান্ত এই বোলিং ফিগারের পর ম্যাচসেরার পুরস্কারটিও উঠেছে তানভীরের হাতে। প্রথম সিরিজেই বাজিমাত করেছেন ২৮ বছর বয়সী এ স্পিনার।

এমএমআর/এমকেআর

Read Entire Article