অর্থনৈতিক সংকটে লিওঁ, সাময়িকভাবে লিগ ২-এ অবনমন

5 days ago 6
অর্থনৈতিক অব্যবস্থাপনার কারণে ফ্রান্সের ঐতিহ্যবাহী ক্লাব লিওঁকে ২০২৪-২৫ মৌসুম শেষে সাময়িকভাবে লিগ ২-এ অবনমনের শাস্তি দিয়েছে ফ্রান্সের ন্যাশনাল ডিরেক্টরেট অফ ম্যানেজমেন্ট কন্ট্রোল (ডিএনসিজি)। শুক্রবার অনুষ্ঠিত শুনানিতে ডিএনসিজি এই সিদ্ধান্ত জানায় এবং ক্লাবটির জানুয়ারির দলবদলেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।  লিওঁকে যদি লিগ ১-এ অবস্থান ধরে রাখতে হয়, তবে মৌসুম শেষ হওয়ার আগেই তাদের আর্থিক পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে উন্নত করতে হবে। ডিএনসিজি আরও নির্দেশ দিয়েছে, ক্লাবটি খেলোয়াড়দের বেতন খাতে বাজেট কমানোর পরিকল্পনা প্রকাশ করতে হবে এবং এটি পর্যবেক্ষণ করবে সংস্থাটি।  শুনানি শেষে ক্লাবের মালিক, আমেরিকান ব্যবসায়ী জন টেক্সটর জানান, ‘শুনানি ভালো হয়েছে। আমাদের অর্থনৈতিক মডেল বা টেকসইতা নিয়ে কোনো সমস্যা নেই।’ তিনি আরও জানান, শনিবার একটি সংবাদ সম্মেলনে ডিএনসিজির কাছে জমা দেওয়া নথিগুলো প্রকাশ করবেন।  ডিএনসিজি ফ্রান্সের পেশাদার ফুটবল ক্লাবগুলোর আর্থিক লেনদেন কঠোরভাবে নিয়ন্ত্রণ করে, যাতে অতিরিক্ত খরচ ও দেউলিয়াত্ব এড়ানো যায়।  ২০০২ থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা সাতবার লিগ শিরোপা জয়ী এবং সেই সময়ে দুইবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছানো লিওঁ বর্তমানে আর্থিক সংকটে জর্জরিত। ক্লাবটি সম্প্রতি জানিয়েছে, তাদের আর্থিক দেনার পরিমাণ প্রায় ৫০৫.১ মিলিয়ন ইউরো।  টেক্সটর, যিনি ক্রিস্টাল প্যালেস এবং ব্রাজিলের শীর্ষ লিগের শীর্ষে থাকা বোতাফোগোরও অংশীদার, গত দুই বছর ধরে ফ্রান্সে আর্থিক অসচ্ছলতার মুখোমুখি হচ্ছেন।  তবে, মাঠে তাদের পারফরম্যান্স কিছুটা ইতিবাচক। লিগ ১-এর পয়েন্ট তালিকায় লিওঁ বর্তমানে ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে এবং সম্প্রতি তাদের চিরপ্রতিদ্বন্দ্বী সেন্ট-এতিয়েনের বিপক্ষে ডার্বি ম্যাচে জয় পেয়েছে। 
Read Entire Article