অর্থমন্ত্রী পদে বিলিয়নিয়ারকে বেছে নিলেন ট্রাম্প

1 month ago 28
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নতুন প্রশাসনের অর্থমন্ত্রী পদে মনোনয়ন ঘোষণা করেছেন। তিনি এ পদে ৬২ বছর বয়সী বিলিয়নিয়ার স্কট বেসেন্টকে বেছে নিয়েছেন।  শনিবার (২৩ নভেম্বর) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়,  স্কট বেসেন্ট যুক্তরাষ্ট্রের করনীতি, সরকারি ঋণ, আন্তর্জাতিক অর্থায়ন ও নিষেধাজ্ঞার মতো গুরুত্বপূর্ণ বিষয়াবলিতে নেতৃত্ব দেবেন। বেসেন্ট স্কয়ার গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ওয়াল স্ট্রিটের স্বনামধন্য বিনিয়োগকারী। একসময় তিনি হাঙ্গেরিয়ান-মার্কিন ব্যবসায়ী ও ধনকুবের জর্জ সরোসের জন্য কাজ করেছেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার কাজের শুরু থেকেই ট্রাম্পকে সমর্থন জুগিয়েছেন তিনি। প্রচারের সময় ট্রাম্পের প্রশংসা করে স্কট বেসেন্ট ভোটারদের বলেছিলেন, নতুন একটি স্বর্ণযুগের সূচনা করতে যাচ্ছেন ট্রাম্প। তা হবে নিয়ন্ত্রণমুক্ত, কম দামের জ্বালানি ও নিম্ন করের। প্রসঙ্গত, নতুন সরকার গঠনের পথে ট্রাম্প দ্রুত এগিয়ে যাচ্ছেন। আগে থেকেই তিনি তার প্রশাসন অনুগতদের দিয়ে সাজাচ্ছেন। অর্থমন্ত্রীর মনোনয়ন ঘোষণার আগে তিনি দেশটির পরবর্তী অ্যাটর্নি জেনারেল হিসেবে এক নারীকে মনোনীত করেছেন। তিনি ট্রাম্পের শহর ফ্লোরিডার সাবেক অ্যাটর্নি জেনারেল ছিলেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার পাম বন্ডিকে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত করেছেন ট্রাম্প। আগে মনোনয়ন পাওয়া ম্যাট গেটজ নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিলে নতুন ওই সিদ্ধান্ত নেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। বন্ডি ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত শীর্ষ আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ট্রাম্পের আগের মেয়াদে মাদক ও ওষুধের অপব্যবহার কমিশনে দায়িত্ব পালন করেন। সে সময় এ পদে তিনি সুনাম অর্জন করেন। অপরদিকে দক্ষিণ ক্যারোলিনার বাসিন্দা বেসেন্ট ইয়েল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং বিলিয়নেয়ার জর্জ সোরোসের সামষ্টিক অর্থনৈতিক বিনিয়োগ সংস্থা সোরোস ফান্ড ম্যানেজমেন্টের প্রধান বিনিয়োগ কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। তিনি ২০১৫ সালে তার নিজস্ব হেজ ফান্ড শুরু করেন। এজন্য তিনি সোরোস থেকে দুই বিলিয়ন মার্কিন ডলারসহ মূলধন সংগ্রহ করেন। বেসেন্ট সদ্য সমাপ্ত মার্কিন নির্বাচনের প্রচারে ডোনাল্ড ট্রাম্পকে সহায়তা করেন। এর প্রতিদানের পাশাপাশি দেশের অর্থনীতি চাঙ্গা করার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অভিজ্ঞ ব্যবসায়ীর ওপর আস্থা রাখলেন ট্রাম্প।
Read Entire Article