১৭ বছর পর নেত্রকোনার মাটিতে পা রাখলেন বাবর

3 hours ago 5

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর দীর্ঘ ১৭ বছর পর নিজ জেলা নেত্রকোনায় পা রাখলেন। ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন ভাটি বাংলার এ কৃতি সন্তান। লুৎফুজ্জামান বাবর আসবেন শুনে নেত্রকোনার সর্বস্তরের মানুষ, দলমত নির্বিশেষে ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে জমায়েত হয়ে অপেক্ষা করছিলেন তাদের প্রাণপ্রিয় নেতার জন্য।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোনার ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে পৌঁছান তিনি। এ সময় লাখো মানুষের কণ্ঠে স্লোগানে স্লোগানে উচ্চারিত হয় ‘দুর্দিনের বাবর ভাই, আমরা তোমায় ভুলি নাই’।

লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে লুৎফুজ্জামান বাবর বলেন, গত সাড়ে ১৭ বছর আমি মিথ্যা মামলায় কারাগারে ছিলাম। পুরো পৃথিবীতে এতো দীর্ঘ দণ্ড কারও ছিল না, যা আমাকে দেওয়া হয়েছে। আপনাদের ভালোবাসা আর আল্লাহর মেহেরবানিতে আমি আজ আপনাদের সামনে মুক্ত বাতাসে আসতে পেরেছি। 

তিনি আরও বলেন, ছাত্র-জনতার বিপ্লব ও গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা স্বৈরাচার ও ফ্যাসিবাদকে উৎখাত করেছি। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, সবার আগে বাংলাদেশ। অতীতে আমি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের, এদেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে আমি কোনো কাজ করিনি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও এদেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে যায় এমন কোনো কাজ করব না।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের একটাই লক্ষ্য ছিল মাইনাস টু ফর্মুলা। আমার নেতা তারেক রহমানের বিরুদ্ধে, আমার নেত্রীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্যে আওয়ামী লীগ সরকার আমার ওপর অনেক শক্তি প্রয়োগ করেছে, নির্যাতন করেছে, কিন্তু আল্লাহর রহমতে এবং আমার ঈমানি শক্তির জন্যে আমি তা করিনি।

বাবর বলেন, এখনও অনেক ষড়যন্ত্র চলছে, এসব ষড়যন্ত্র মোকাবেলা করার জন্যে প্রয়োজনে আমরা আবারও রাজপথে দাঁড়াব। আমাদের নেতা তারেক রহমান শিগগিরই আমাদের পাশে এসে উপস্থিত হবেন।

মোক্তারপাড়া সমাবেশ শেষ করে তিনি হজরত শাহ সুলতান কমর উদ্দিন রুমি (রা.) এর কবর জিয়ারত করে এবং নিজ বাড়ি মদনের উদ্দেশ্য যাত্রা করেন।

Read Entire Article