কিউইদের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

3 hours ago 4

রাওয়ালপিন্ডিতে আজ এক দমবন্ধ করা লড়াইয়ের সাক্ষী হতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব! একদিকে নিউজিল্যান্ডের সামনে সুযোগ—এক জয়েই নিশ্চিত হয়ে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল। অন্যদিকে, বাংলাদেশের জন্য এ ম্যাচ বাঁচা-মরার লড়াই। হার মানেই বিদায়! মাহমুদউল্লাহ ফিরছেন কি না, নাহিদ রানার গতির ঝড় দেখা যাবে কি না—সবকিছুই আলোচনা জমিয়ে তুলেছে। আর নিউজিল্যান্ডের জন্য বড় প্রশ্ন—রাচিন রবীন্দ্র ফিরলে কাকে বসতে হবে?

দু’দলের সামনে সমীকরণ পরিষ্কার। বাংলাদেশ জিতলে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখবে, আর নিউজিল্যান্ড জিতলে নিশ্চিত করবে নিজেদের শেষ চারের জায়গা। রাওয়ালপিন্ডির সবুজ গালিচায় আজ হবে টিকে থাকার এক মহারণ!

চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুই শিবিরেই রয়েছে দল বদলের সম্ভাবনা। বাংলাদেশের জন্য মাহমুদউল্লাহ ও নাহিদ রানার অন্তর্ভুক্তি হতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আর নিউজিল্যান্ডের সামনে প্রশ্ন—ফর্মে থাকা কনওয়ের বদলে কি ফিরবেন রাচিন রবীন্দ্র?

বাংলাদেশ: মাহমুদউল্লাহ ফিরলে কাকে জায়গা ছাড়তে হবে?

বাংলাদেশ দলে অন্তত দুটি পরিবর্তন হতে পারে। সিনিয়র ব্যাটার মাহমুদউল্লাহ ও গতির ঝড় তোলা পেসার নাহিদ রানার অন্তর্ভুক্তির সম্ভাবনা জোরালো। তবে কাদের জায়গা হবে সংকটপূর্ণ?

মাহমুদউল্লাহ ফিরলে জাকের আলি কিংবা রিশাদ হোসেনের জায়গা হতে পারে ঝুঁকির মধ্যে। অভিজ্ঞতা ও মিডল-অর্ডারে স্থিতিশীলতার জন্য মাহমুদউল্লাহ অমূল্য সম্পদ হতে পারেন, বিশেষ করে যখন শান্ত, সৌম্যরা রানে নেই। অন্যদিকে, নাহিদ রানার অন্তর্ভুক্তি তাসকিন-মোস্তাফিজদের সঙ্গে শক্তিশালী পেস আক্রমণ গড়ে তুলতে পারে, যা নিউজিল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে কার্যকর হতে পারে।

সম্ভাব্য একাদশ:

১. তানজিদ হাসান, ২. সৌম্য সরকার, ৩. নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), ৪. মেহেদি হাসান মিরাজ, ৫. তৌহিদ হৃদয়, ৬. মুশফিকুর রহিম (উইকেটকিপার), ৭. মাহমুদউল্লাহ, ৮. রিশাদ হোসেন/জাকার আলি, ৯. নাহিদ রানা, ১০. তাসকিন আহমেদ, ১১. মোস্তাফিজুর রহমান

নিউজিল্যান্ড: রবীন্দ্র ফিরলে বাদ পড়বেন কে?

রাচিন রবীন্দ্র পাকিস্তানের বিপক্ষে বিশ্রামে ছিলেন, তবে এখন তিনি ফিরতে প্রস্তুত। তবে তাকে একাদশে ফেরালে কাকে সরানো হবে?

ডেভন কনওয়ে শেষ তিন ইনিংসে ৯৭, ৪৮ ও ১০ রান করেছেন। তার ফর্ম বিবেচনায় রেখে দল কি তাকে বসাবে? অন্যদিকে, উইল ইয়াংও আগের ম্যাচে সেঞ্চুরি করেছেন। তাই নিউজিল্যান্ডের জন্য এটি কঠিন সিদ্ধান্ত—প্রতিভাবান রবীন্দ্রকে দলে ফেরানো মানে ফর্মে থাকা একজন ব্যাটারকে সরানো।

সম্ভাব্য একাদশ:

১. উইল ইয়াং, ২. ডেভন কনওয়ে, ৩. কেন উইলিয়ামসন, ৪. ড্যারেল মিচেল, ৫. টম ল্যাথাম (উইকেটকিপার), ৬. গ্লেন ফিলিপস, ৭. মাইকেল ব্রেসওয়েল, ৮. মিচেল স্যান্টনার (অধিনায়ক), ৯. নাথান স্মিথ, ১০. ম্যাট হেনরি, ১১. উইল ও'রউরকে

Read Entire Article