অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হবে না : পারভেজ মল্লিক
যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি পারভেজ মল্লিক বলেছেন, আমার অঞ্চলে অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হবে না। মুখস্থবিদ্যাকে না বলে আমরা সৃজনশীলতা, প্রযুক্তিগত শিক্ষা ও বাস্তব জীবনমুখী শিক্ষায় শিক্ষিত হবো।
শুক্রবার (২৯ আগস্ট) খুলনার রুপসা উপজেলার পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ মল্লিক ফাউন্ডেশনের পরিচালক, খুলনা ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী পারভেজ মল্লিকের পক্ষ থেকে শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের ক্রেস্ট ও বই উপহার দেন তিনি। দক্ষিণ কোরিয়া বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজালাল শেখ শান্তর সার্বিক ব্যবস্থাপনায় এই আয়োজন সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানে পারভেজ মল্লিক বলেন, তোমাদের এই অর্জন জীবনের শুধু একটি শুরুর অধ্যায়। এটাকেই জীবনের বড় কোনো কিছু মনে করা যাবে না। জীবনে বড় হওয়ার অনেক ধাপ রয়েছে। তোমাদের প্রতিটি ধাপে এই সফলতা ধরে রাখতে হবে।
তিনি বলেন, আমার বাসস্থান তেরখাদা একটি অবহেলিত প্রত্যন্ত অঞ্চল। সেই তুলনায় রুপসার শিক্ষাব্যবস্থা অনেকটাই উন্নত। তবে এখানেও মাধ্যমিকের পর অনেক শিক্ষার্থীর ঝরে পড়ার প্রবণতা আছে। আমরা এ লক্ষ্যে কাজ করেছি।
মজিদ মল্লিক ফাউন্ডেশনের কার্যক্রম উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের মাদকাসক্ত থেকে দূরে রাখতে ইতোমধ্যেই আমরা নানা পদক্ষেপ গ্রহণ করেছি। আমাদের এই কাজের উদ্দেশ্য হলো এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন করা ও এই অঞ্চলের তরুণ প্রজন্মকে সুশিক্ষার মাধ্যমে গড়ে তোলা। এ অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষাসহ বিদেশে পড়াশোনার জন্য সার্বিক সহযোগিতার ব্যবস্থা আমরা করছি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেরখাদা থানা ছাত্রদলের প্রতিষ্ঠা সভাপতি মো. বিল্লাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম মোস্তাক আহমেদ, সাবেক প্রচার সম্পাদক শেখ রবিউল ইসলাম লাখু, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি সরদার জিয়াউর রহমান, উপজেলা বিএনপি নেতা গোলজার আলম, শেখ লালিম, আরিফ শেখ, বাহার মোল্লা, এনামুল শেখ, মো. তফসির ফকির, আজিজ, চৌধুরী সবুজ, জুয়েল, এনামুল শেখ, ছাত্রদল নেতা বনি আমিন, বাবু চৌধুরী, শেখ আসাবুর রহমান, সোহেল প্রমুখ।