অর্ধ বিলিয়ন জরিমানা থেকে রেহাই পেলেন ট্রাম্প
অর্ধ বিলিয়ন জরিমানা থেকে রেহাই পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদালতের এক রায়ে তিনি এ জরিমানা থেকে রেহাই পেয়েছেন। তবে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ বহাল রয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কের একটি আপিল আদালত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দেওয়া প্রায় ৫০০ মিলিয়ন ডলারের (৩৭২ মিলিয়ন পাউন্ড) বিশাল জরিমানা বাতিল করেছে। তবে আদালত ট্রাম্প ও তার প্রতিষ্ঠানকে প্রতারণার দায়ে দোষী সাব্যস্ত করায় প্রতারণার রায় বহাল রেখেছে।
২০২৪ সালে নিউইয়র্কের বিচারক আর্থার এনগোরন এই জরিমানার রায় দিয়েছিলেন, যেখানে অভিযোগ ছিল ট্রাম্প নিজের সম্পত্তির মূল্য অনেক বেশি দেখিয়ে ব্যাংক থেকে সুবিধাজনক ঋণ আদায় করেছিলেন। আপিল বিভাগ বৃহস্পতিবার এক রায়ে জানান, ট্রাম্প প্রতারণা করলেও এই অস্বাভাবিক পরিমাণ জরিমানা অসাংবিধানিক এবং ‘অতিরিক্ত’ শাস্তি হিসেবে বিবেচিত হতে পারে।
রায়ে বিচারক পিটার মোল্টন লিখেছেন, ক্ষতি অবশ্যই হয়েছে, তবে সেটা এতটা ধ্বংসাত্মক নয় যে তার জন্য অর্ধ বিলিয়ন ডলার জরিমানা যৌক্তিক হবে।
রায়ের পর ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেন, এই রায় পুরোপুরি আমার বিজয়। আদালতের সাহসিকতার প্রশংসা করি। এটা ছিল ব্যবসার ওপর রাজনৈতিক আক্রমণ।
নিউইয়র্ক অ্যাটর্নি জেনারেল অফিস যদিও জরিমানা বাতিলে আপত্তি জানিয়েছে, তবুও রায়কে আংশিক জয় হিসেবে দেখছে। তারা বলছে, আদালত নিশ্চিত করেছে যে ট্রাম্প, তার কোম্পানি এবং দুই ছেলে প্রতারণার জন্য দায়ী। এ সময় জরিমানা বাতিলের রায় রাষ্ট্রের সর্বোচ্চ আদালতে আপিল করা হবে বলেও জানানো হয়েছে।