অসংখ্য পরিবারের ঈদ আনন্দ কেড়ে নিয়েছে ফ্যাসিস্ট আ.লীগ : রেজাউল করিম

1 day ago 7
ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, অসংখ্য পরিবারের ঈদ আনন্দ কেড়ে নিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। কান্নায় কাটে তাদের ঈদ আনন্দ। বিশেষ করে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের পরিবারের ঈদ ছিল বিষাদে ভরা। অনেকে গুলিবিদ্ধ হয়েছে, পঙ্গুত্ববরণ করেছে, যারা হাসপাতালে রয়েছে তাদের মাঝে ঈদ আনন্দ নেই। মঙ্গলবার (০১ এপ্রিল) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি এসব বলেন। তিনি বলেন, বিগত ১৫ বছর বাংলাদেশের কোনো কোনো এলাকা ফিলিস্তিন-গাজার মতো ছিল। তারা শাপলা চত্বরকে ফিলিস্তিন বানিয়েছে। বহু আলেম-ওলামাকে হত্যা করেছে। তারা আমাদের সব সময় বলত পাকিস্তান যান, আমরা কেউ সেখানে যাইনি, কিন্তু তারা সব ভারত পালিয়ে গেছে। আমরা বিশ্বাস করি জুলাই আন্দোলনে শহীদদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ তৈরি হয়েছে সেখানে আমরা ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাজ বাস্তবায়ন করব। অনুষ্ঠানে ভবানীগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ড সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্ব ও সেক্রেটারি আব্দুর রব সঞ্চালনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বাড্ডা থানার আমির মাওলানা কুতুব উদ্দিন, পৌর জামায়াতের সেক্রেটারি হারুনুর রশিদ, ভবানীগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবু সালেহ ইব্রাহীম, সেক্রেটারি হাফেজ আবদুল হক, ২নং ওয়ার্ড মেম্বারপ্রার্থী তায়েফ হোসেন প্রমুখ।
Read Entire Article