অসহায় মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করেছে নৌবাহিনী

1 month ago 28

দেশব্যাপী উদ্ভূত পরিস্থিতিতে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এসব মানুষের কষ্ট ও দুর্দশা লাঘবে বাংলাদেশ নৌবাহিনী তাদের পাশে দাঁড়িয়েছে। হাসি ফুটিয়েছে কয়েক হাজার অসহায় মানুষের মধ্যে।

বুধবার (৩১ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অসহায় মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করেছে নৌবাহিনী

আইএসপিআর জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে গত ২৭ জুলাই থেকে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের তত্ত্বাবধানে নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলায় প্রতিদিন কয়েক হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।

ভাগ্য বিড়ম্বিত অসহায় মানুষের মধ্যে সরবরাহ করা হচ্ছে চাল, ডাল, আটা, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি। সমাজের সুবিধাবঞ্চিত শিশু, পঙ্গু, বয়স্ক নারী-পুরুষসহ অসহায়, গরিব ও দুঃস্থ জনগোষ্ঠীর দুর্ভোগ প্রশমনের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

অসহায় মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করেছে নৌবাহিনী

দেশের দুর্যোগ-দুর্বিপাকসহ যেকোনো পরিস্থিতিতে বাংলাদেশ নৌবাহিনী মানুষের কল্যাণে রয়েছে নিবেদিত।

অসহায় মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করেছে নৌবাহিনী

এবারও প্রধানমন্ত্রীর নির্দেশিত পথে নৌবাহিনীর জনকল্যাণমূলক কার্যক্রম মানবিকতার এক অনবদ্য নজির স্থাপন করেছে। নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী হাতে পাওয়ায় সমাজের গরিব ও দুঃস্থ জনগোষ্ঠীর মধ্যে স্বস্তির সঞ্চার করেছে। জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদানে নৌবাহিনী দৃঢ় প্রত্যয়ে নিয়োজিত রয়েছে। দেশের যে কোনো ক্রান্তিলগ্নে তারা মানুষের কল্যাণে পাশে থেকেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইএসপিআর।

টিটি/এমএইচআর/এএসএম

Read Entire Article