অসহায় ৭৫ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

2 days ago 13

কিশোরগঞ্জের ইটনা উপজেলার ৭৫টি অসহায় ও দারিদ্র্য পরিবারকে ঈদ উপহার দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মৃগা ইউনিয়ন সমাজ কল্যাণ পরিষদ’।

শনিবার (২৯ মার্চ) সকালে উপজেলার মৃগা ইউনিয়নের লাইমপাশা উচ্চ বিদ্যালয়ে সংগঠনের উদ্বোধনের মাধ্যমে অসহায়-দরিদ্র পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি, বাচ্চাদের জামা এবং সেমাই, চিনি, দুধসহ ঈদ উপহার তুলে দেন সংগঠনের সদস্যরা।

মৃগা ইউনিয়ন সমাজকল্যাণ পরিষদের শুভ উদ্বোধন ঘোষণা করেন লাইম পাশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য তুহিন আহমেদ, জাহিদুল ইসলাম, মহিউদ্দিন অনিক, জামান তুষার, শাহফাত মবিন, মোজাহিদ সরকার, গোলাম কিবরিয়া, নজরুল ইসলাম, মিজানুর রহমান, রাসেল মাহমুদ, নাইম, মাহবুব, আসিফ, রিয়াদ প্রমুখ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

সংগঠনের উদ্যোক্তাদের একজন আলমগীর ফরিদ বলেন, আমাদের কার্যক্রম মৃগা ইউনিয়নের সবগুলো গ্রামের সুবিধাবঞ্চিত, দুস্থ ও অসহায় পরিবারের জন্য প্রতি বছর চলমান থাকবে। ইউনিয়নের অসচ্ছল ছাত্রদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। যা আগামী এপ্রিল মাসের মধ্যে তালিকা করে বাস্তবায়ন করা হবে।

সংগঠনের আরেক সদস্য তুহিন আহমেদ জানান, আমরা যুবকরা অসহায় অসচ্ছল পরিবারে মাঝে ঈদ উপহার দিতে পেরে আনন্দিত। এই সংগঠন সবসময়ই মৃগা ইউনিয়নের সামাজিক কাজে নিয়োজিত থাকবে।

লাইম পাশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান বলেন, মৃগা ইউনিয়ন সমাজকল্যাণ পরিষদ যে উদ্যোগ নিয়েছে এটা খুবই ভালো এবং প্রশংসনীয় উদ্যোগ। এই সংগঠনের মতো সবাই যদি এই মানুষগুলোর পাশে দাঁড়াতো তাহলে অসহায় দরিদ্র মানুষগুলোর জীবন সহজ হতো। সব সময়ই এই সংগঠনের সফলতা কামনা করছি।

Read Entire Article