অস্ট্রিয়ার পর জার্মানির গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছেন নীড়

3 weeks ago 18

ওয়ার্ল্ড র‌্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপের নবম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশর জাতীয় চ্যাম্পিয়ন আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় সাড়ে তিন পয়েন্ট এবং জাতীয় মহিলা চ্যাম্পিয়ন মহিলা ফিদেমাস্টার নোশিন আঞ্জুম ৮ খেলায় আড়াই পয়েন্ট পেয়েছেন।

শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে ওয়ার্ল্ড র‌্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপসের ওপেন বিভাগের ষষ্ঠ হতে নবম রাউন্ড ও মহিলা বিভাগের পঞ্চম হতে অষ্টম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় নবম রাউন্ডে জার্মানীর গ্র্যান্ডমাস্টার ওয়াগনার ডেনিসকে পরাজিত করেন। এর আগে বৃহস্পতিবার মনন রেজা নীড় হারিয়েছিলেন অস্ট্রিয়ার গ্র্যান্ডমাস্টার হোরভাথ ডোমিনিককে।

মনন ষষ্ঠ রাউন্ডে কাজাখস্তানের আন্তর্জাতিকমাস্টার উরাজায়েভ আরিসটানবেগের সাথে ও অষ্টম রাউন্ডে গ্রিসের ফিদেমাস্টার পাপাসিমাকোপোওলোস আলেক্সজান্ডারসের সাথে ড্র করেন এবং সপ্তম রাউন্ডে উজবেকস্তানের গ্র্যান্ডমাস্টার মাদামিনভ মুহিদ্দিনের কাছে হেরে যান।

মহিলা ফিদেমাস্টার নোশিন আঞ্জুম অষ্টম রাউন্ডে মোনাকোর মহিলা ক্যান্ডিডেট মাস্টার বেরেজোভস্কা ভেটলানাকে পরাজিত করেন এবং সপ্তম রাউন্ডে নরওয়ের মেচলিন মনিকার সাথে ড্র করেন। পঞ্চম ও ষষ্ঠ রাউন্ডের খেলায় যথাক্রমে বুলগেরিয়ার মহিলা গ্র্যান্ডমাস্টার ক্রাসটেভা বেলোসলাভা ও ডেনমার্কের মহিলা ফিদেমাস্টার ডারফিল্ড সোফি বেচেরর কাছে হেরে যান।

আরআই/আইএইচএস/

Read Entire Article