যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অভিষেক অনুষ্ঠানের আগে সোমবার সকালে একটি গির্জায় প্রার্থনা করতে যান। এসময় তার সঙ্গে ছিলেন বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর নেতৃস্থানীয় ব্যক্তিরা।
এদিন ওয়াশিংটনের সেন্ট জনস গির্জায় দেখা গেছে আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, মেটার প্রধান মার্ক জাকারবার্গ, অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক এবং গুগলের প্রধান সুন্দর পিচাইকে। তারা গির্জায় সম্মানের আসন গ্রহণ করেন।
এছাড়াও, এই প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন মিডিয়া টাইকুন রুপার্ট মারডক, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন।
বিশেষভাবে লক্ষ্যণীয় যে, ট্রাম্পের প্রথম মেয়াদে জলবায়ু পরিবর্তন ও অভিবাসন ইস্যুতে তার কঠোর সমালোচক হিসেবে পরিচিত অনেকেই এবার তার সঙ্গে দেখা গেছে।
টিকটকের প্রধান নির্বাহী শো জি চু, যিনি তার কোম্পানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মোকাবিলায় ব্যস্ত রয়েছেন, তিনিও অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। এছাড়া ওপেনএআই-এর স্যাম অল্টম্যান এবং উবারের প্রধান নির্বাহী দারা খোসরোশাহিকেও অনুষ্ঠানে দেখা যেতে পারে।
স্পেসএক্স ও টেসলার প্রধান ইলন মাস্ক বরাবরের মতোই ট্রাম্পের পাশে রয়েছেন। তিনি এরই মধ্যে নতুন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সঙ্গী হিসেবে পরিচিতি পেয়েছেন।
ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে এই শীর্ষ ব্যবসায়ী ও প্রযুক্তি নেতাদের উপস্থিতি নতুন প্রশাসনের সঙ্গে করপোরেট বিশ্বে সম্পর্কের এক নতুন অধ্যায়ের ইঙ্গিত দেয়।
সূত্র: বিবিসি
কেএএ/