অস্ট্রিয়ায় স্কুলে গুলি, বেশ কয়েকজন নিহত

2 months ago 41

অস্ট্রিয়ার গ্রাজ শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে গুলিবর্ষণে বেশ কয়েকজন নিহত হয়েছেন। পুলিশ এ তথ্য জানিয়েছে।

গুলিবর্ষণের ঘটনায় হতাহতের মধ্যে শিক্ষার্থী ও শিক্ষকরাও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। তবে হতাহতের নির্দিষ্ট সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি।

পুলিশের একজন মুখপাত্র সরকারি সম্প্রচারমাধ্যম ওআরএফকে জানিয়েছেন, সন্দেহভাজন বন্দুকধারী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, অভিযান চলছে এবং সেখানে একটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

সূত্র: বিবিসি

এমএসএম

Read Entire Article