অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৭

5 hours ago 4

গাজীপুরের শ্রীপুরে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ সাতজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বুধবার (৫ নভেম্বর) গভীর রাত থেকে বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোর পর্যন্ত উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক ও বরকুল গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার সাতজন হলেন- বরকুল গ্রামের এনামুল হক মোল্লা ও তার সহযোগী শওকত মীর, জাহিদ, মোস্তফা, সিদ্দিক, বুলবুল ও তোফাজ্জল।

অভিযানে তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, চারটি ওয়াকিটকি, চারটি বেটন, দুটি ইলেকট্রিক শক মেশিন, একটি হ্যামার নেল গান এবং একটি ছুরি উদ্ধার করা হয়।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) জুনায়েদ আহমেদ বলেন, যৌথ বাহিনী আসামিদের সকাল সাড়ে ৬টার দিকে শ্রীপুর থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

Read Entire Article