অস্ত্র মামলায় গ্রেফতার টেকনাফের সেই কিশোরের জামিন

1 month ago 14

কক্সবাজারের টেকনাফে অস্ত্র মামলায় গ্রেফতার ১৪ বছর বয়সী সেই কিশোরের জামিন হয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

ওই কিশোরের আটক নিয়ে করা এক রিট শুনানিতে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রপক্ষ। আদালতে এদিন রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল তানিম খান। আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দা নাসরিন।

গত ৩০ নভেম্বর একটি জাতীয় দৈনিকে ‘টেকনাফে কিশোরকে অস্ত্র মামলায় ফাঁসানোর অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এটিসহ ওই কিশোরকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে আসা প্রতিবেদন বুধবার (৪ ডিসেম্বর) আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পক্ষে আইনজীবী সৈয়দা নাসরিন আদালতে তুলে ধরেন।

এরপর আদালত এ বিষয়ে রাষ্ট্রপক্ষকে খোঁজ নিতে বলেন। এর মধ্যে আইন ও সালিশ কেন্দ্র বুধবার এ বিষয়ে রিট করেন। রিটে কক্সবাজারের টেকনাফে ১৪ বছর বয়সী এক কিশোরকে বেআইনিভাবে আটক রাখা হয়নি, তা নিশ্চিত করতে তাকে আদালতে হাজির করতে ও মুক্তি দিতে নির্দেশনা চেয়ে আবেদন করা হয়।

আজ ডেপুটি অ্যার্টনি জেনারেল তানিম খান আদালতে বলেন, কিশোর জামিন পেয়েছে। বের হওয়ার প্রক্রিয়ায় রয়েছে বলে জেলা প্রশাসক জানিয়েছেন। এরপর রিটটি আগামী রোববার কার্যতালিকায় আসবে বলে আদেশ দেন আদালত।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ৩০ নভেম্বর বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব উখিয়া-টেকনাফ (ডুসাট) আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সভাপতি জয়নাল আবেদিনসহ নেতারা।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে কর্মসূচিতে জয়নাল আবেদিন বলেন, ‘বাবাকে না পেয়ে সপ্তম শ্রেণির ওই ছাত্রকে অস্ত্র মামলায় ফাঁসানো হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও সুষ্ঠু তদন্তের আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

কর্মসূচির আয়োজকেরা জানান, ২৬ নভেম্বর ওই কিশোরকে অস্ত্র মামলায় গ্রেফতার করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশের অভিযানে একটি পিস্তল, ৬টি গুলি, ৪০টি কার্তুজসহ ওই কিশোরকে গ্রেফতার করা হয়েছে।

এফএইচ/এমএএইচ/জেআইএম

Read Entire Article