অস্ত্রসহ গ্রেফতার সইফ আলী খানের উপর হামলাকারী

2 hours ago 5
বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলাকারী অবশেষে গ্রেফতার করেছে মহারাষ্ট্র পুলিশ। খবর : এনডিটিভি  মুম্বই পুলিশের দাবি রোববার সকালে মহারাষ্ট্রের ঠাণে এলাকা থেকে হামলাকারীকে গ্রেফতার করা হয়। মুম্বাই পুলিশ সুত্রে জানা যায়, ঠাণে এলাকা থেকে ওই ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় আটক করা হয়। জানা যায় তার কাছ থেকে কাস্তে জাতীয় ধারাল অস্ত্র এবং একটি তোয়ালে পাওয়া গিয়েছে। আটক কৃত হামলাকারী ব্যাক্তি প্রথমে নিজের নাম বিজয় দাস বললেও পরে মহম্মদ সজ্জাদ বলে দাবি করে। এর আগে ভারতের মুম্বাইয়ে নিজ বাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন অভিনেতা সাইফ আলী খান। বুধবার (১৫ জানুয়ারি) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে এ অভিনেতা শঙ্কামুক্ত হলেও আরও কিছু দিন মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন থাকবেন।  
Read Entire Article