অস্ত্রোপচার শেষে আইসিইউতে দীপিকা, এখন কেমন আছেন অভিনেত্রী

3 months ago 30

ভারতের নতুন প্রজন্মের অভিনেত্রী দীপিকা কক্করের লিভার ক্যানসার হয়েছে। তিনি আগেই জানিয়েছিলেন তার অস্ত্রোপচার হওয়ার কথা। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে অপারেশন পিছিয়ে যায়। তবে মঙ্গলবার (৩ মে) ১৪ ঘণ্টা ধরে দীপিকার জটিল অস্ত্রোপচার হয়েছে।

এখন কেমন আছেন দীপিকা- তা জানতে বেশ কৌতূহলী তার অনুরাগীরা। এবার অভিনেত্রীর শারীরিক পরিস্থিতির খবর দিলেন তার স্বামী অভিনেতা শোয়েব ইব্রাহিম। অস্ত্রোপচারের পর দীপিকার শারীরিক পরিস্থিতির সংবাদ দিতে দেরি হওয়ায় প্রথমেই ক্ষমা চেয়েছেন শোয়েব।

অভিনেতা শোয়েব জানান, ‘অনেকটা সময় নিয়ে অস্ত্রোপচার হওয়ায় আপনাদের খবর দিতে দেরি হয়ে গেল। ১৪ ঘণ্টা দীপিকা অপারেশন থিয়েটারে ছিল। তবে আল্লাহর অশেষ কৃপা, সবকিছু ঠিকঠাকভাবেই মিটেছে। দীপিকা বর্তমানে আইসিইউতে রয়েছে। তার ব্যাথাবেদনা রয়েছে ঠিকই তবে পরিস্থিতি স্থিতিশীল। সেরে উঠছে। আপনাদের প্রত্যেককে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি এত ভালোবাসা, সমর্থনের জন্য। আপনাদের প্রার্থনা আমাদের শক্তি জুগিয়েছে। দীপিকা আইসিইউ থেকে বের হলে আবার খবর দেব। তার জন্য একটু প্রার্থনা করুন সবাই।’

ছোটপর্দার জনপ্রিয় মুখ দীপিকা কক্কর। ‘সসুরাল সিমর কা’ সিরিয়ালের সুবাদেই দর্শকের অন্দরমহলের প্রিয় সদস্য হয়ে ওঠেন তিনি। সম্প্রতি লিভারে টিউমার ধরা পড়ার খবর দিয়েছিলেন। সেই সময়েই অভিনেত্রী জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচার করাতে হবে। তবে তখনো কল্পনা করতে পারেননি যে, অচিরেই তার জীবনে নেমে আসবে এমন কঠিন রোগ। ২৭ মে রাতে দীপিকা জানান, তিনি ক্যানসারে আক্রান্ত। ক্যানসারের দ্বিতীয় ধাপে উপনীত তিনি।

অভিনয়ের পাশাপাশি দীপিকা কক্কর ভ্লগও করেন। ইনফ্লুয়েন্সার হিসেবেও তিনি বেশ জনপ্রিয়তা লাভ করেছিলেন। সম্প্রতি পহেলগামে সন্ত্রাসী হামলার পর কাশ্মীরের ভ্লগ প্রকাশ্যে আনার কথা বলে সমালোচনার মুখে পড়েছিলেন। নেটিজেনদের কটাক্ষাও শুনতে হয়েছিল তার। এ ঘটনার রেশ থামতে না থামতেই দীপিকার জীবনে নেমে এসেছেন বিশাল সুসংবাদ।

আরও পড়ুন:

অভিনেত্রী জানান, তার লিভারে ক্যানসার ধরা পড়েছে। এ সংবাদে তার স্বামী তথা জনপ্রিয় অভিনেতা শোয়েব ইব্রাহিম তো বটেই, পাশাপাশি পরিবারের সদস্যরাও ভেঙে পড়েছেন। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দীপিকার দুধের শিশু রুহানের উপর। যার বয়স মাত্র এক বছর। তবে ক্যান্সারের দ্বিতীয় ধাপ হলেও দমে যাওয়ার পাত্রী নন দীপিকা কক্কর। বরং এই কঠিন সময়ে মন শক্ত রেখেছেন। স্বামী শোয়েবও অভিনেত্রীর সেরে ওঠা নিয়ে আশাবাদী।

এমএমএফ/এমএস

Read Entire Article