অ্যাকশন সিনেমা নিয়ে ফিরছেন মাহি

6 hours ago 4
দীর্ঘ বিরতির পর আবারও সিনেমায় ফিরছেন ঢালিউড তারকা মাহিয়া মাহি। যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই অভিনেত্রী অভিনয় করছেন নতুন সিনেমা ‘অন্তর্যামী’-তে, যার মাধ্যমে তিনি ফিরছেন লেডি অ্যাকশন চরিত্রে। সিনেমাটি পরিচালনা করবেন সৈকত নাসির। বিষয়টি ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন মাহি নিজেই। জানা গেছে, ‘অন্তর্যামী’-র শুটিং শুরু হবে ২০২৬ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে। এরপর দৃশ্যধারণ হবে থাইল্যান্ড ও বাংলাদেশে। সিনেমাটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন কলকাতার খ্যাতনামা অ্যাকশন ডিরেক্টর বাবা যাদব। সিনেমায় অভিনয়ের পাশাপাশি একসময় রাজনীতিতে যুক্ত হয়েছিলেন মাহিয়া মাহি। জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি জানিয়েছিলেন, অভিনয় ছেড়ে দেবেন। তবে নির্বাচনে পরাজয়ের পর আবারও চলচ্চিত্রে ফেরার ইচ্ছা প্রকাশ করেন। তবে এরপর তাকে নতুন কোনো সিনেমায় দেখা যায়নি। চলতি বছরের জুনে অনেকটা নীরবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। সেখান থেকেই ফিরছেন নতুন উদ্যমে বড় পর্দায়।
Read Entire Article