স্বামীর ছুরিকাঘাতে গার্মেন্টস কর্মী স্ত্রী নিহত

4 days ago 24

গাজীপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহতের ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন মালেকের বাড়ি শরীফপুর রোড বাংলালিংক টাওয়ারের নিচে এ ঘটনা ঘটে।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

‎নিহত মোসা. সোহেলা খাতুন (৪২) শেরপুর জেলার নকলা থানার মমিলাকান্দা গ্রামের মিজানের মেয়ে এবং অভিযুক্ত কালু শেখের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সোহেলা খাতুন স্বামীর সাথে শরীফপুর বাংলালিংক টাওয়ারের কাছে কবিরের বাসায় ভাড়ায় বসবাস করতেন। গার্মেন্টসকর্মী সোহেলা খাতুনের সঙ্গে তার স্বামীর প্রায় সময় ঝগড়া হতো। এর জেরে গত ৩-৪ দিন আগে সোহেলা তার স্বামী কালু শেখকে তালাক দেন।

এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার বিকেলে কালু শেখ সোহেলা খাতুনকে রাস্তায় একা পেয়ে গলায় চাকু দিয়ে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সোহেলা খাতুনের মৃত্যু হয়।

‎এ বিষয়ে গাছা  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Read Entire Article