‘ফ্যাসিস্ট সরকার উন্নয়নের সব বাজেট লুটপাট করে খেয়ে ফেলেছে’

2 hours ago 6
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন বলেছেন, আশাশুনির উন্নয়নে বিএনপির মনোনীত প্রার্থীকে নির্বাচিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিন। দীর্ঘ ১৬ বছর এ উপজেলার ভাগ্যে কোনো উন্নয়ন হয়নি।  তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার উন্নয়নের সকল বাজেট লুটপাট করে খেয়ে ফেলেছে। আইলা, সিডর, আম্ফানে ক্ষতিগ্রস্ত আশাশুনি উপজেলার মানুষের ভাগ্য নিয়ে শুধুই ছিনিমিনি খেলেছে। ‎বুধবার (১৫ অক্টোবর) সাতক্ষীরার আশাশুনির সাপ্তাহিক হাটে উপস্থিত জনসাধারণের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি।  কাজী আলাউদ্দিন বলেন, আগামীতে বিএনপি সরকার গঠন করলে আশাশুনি ও কালীগঞ্জে ভাগ্য সুপ্রসন্ন হবে। এ উপজেলা দুটিকে আধুনিক সুযোগ সংবলিত উপজেলা গড়ে তোলা হবে।  সাবেক এ সংসদ সদস্য বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার করতে আমাদের দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে। আসুন সবাই মিলে বহুদলীয় গণতন্ত্রের বটবৃক্ষ বিএনপির ছায়াতলে আশ্রয় নিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে সুখী সমৃদ্ধশালী গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলি।  এ সময় তার সফর সঙ্গী হিসেবে আশাশুনি ও কালীগঞ্জের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
Read Entire Article