অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা

1 week ago 19

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী (এডহক) কমিটির সভাপতি হয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. নজরুল ইসলাম। আর ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী নির্বাচিত হয়েছেন মহাসচিব পদে। 

শুক্রবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২২ জানুয়ারি) রাজধানীর ইস্কাটন রোডে সংগঠনের প্রধান কার্যালয়ে জরুরি সভা শেষে নতুন কমিটি গঠন করা হয়েছে। সভাপতি ড. মো. আনোয়ার উল্লাহ এবং মহাসচিব মুহাম্মদ মাহবুবুর রহমানসহ অ্যাসোসিয়েশনের কিছু দায়িত্বশীল কর্মকর্তারা অবসরে (পিআরএল) যাওয়ায় গঠনতন্ত্র মোতাবেক ওই পদগুলো পূরণসহ কমিটি পুনর্গঠন করা হয়। 

এতে জানানো হয়, সভাপতি ও মহাসচিব ছাড়াও সভায় অ্যাসোসিয়েশনের সহসভাপতি হিসেবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খম কবিরুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মো. রেজাউল মাকছুদ জাহেদী, জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রারের কার্যালয়ের অতিরিক্ত সচিব (ডেপুটি রেজিস্ট্রার জেনারেল) মির্জা তারিক হিকমত, জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহবুবুর রহমান ও জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মো. বাবুল মিয়া নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের মিজ কানিজ মওলা নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন- ইকবাল আব্দুল্লাহ হারুন, সদস্য (সচিব) পরিকল্পনা কমিশন, মো. সাইফুল্লাহ পান্না, সচিব প্রধান উপদেষ্টার কার্যালয়, ড. মো. ওমর ফারুক, রেক্টর (সচিব) বিসিএস প্রশাসন একাডেমি (পদাধিকার বলে), মোঃ আবদুল মালেক, মহাপরিচালক বিয়াম ফাউন্ডেশন (পদাধিকার বলে), কেএম আলী নেওয়াজ, অতিরিক্ত সচিব নির্বাচন কমিশন সচিবালয়, ড. মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়, মো. মনিরুজ্জামান মিঞা, যুগ্মসচিব স্থানীয় সরকার বিভাগ অন্যতম।

এই কমিটি ২০২৫-২৬ মেয়াদে দায়িত্ব পালন করবে। 

নবগঠিত কমিটি দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় একটি জনমুখী, দক্ষ, নিরপেক্ষ জনপ্রশাসন বিনির্মাণে এবং বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্যদের কল্যাণার্থে দায়িত্ব পালন করবে বলে আশা ব্যক্ত করে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। 
 

Read Entire Article