অ্যাডহক কমিটি পেল ৯ ক্রীড়া ফেডারেশন

2 months ago 36
জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে থাকা ৯টি ফেডারেশনের বর্তমান কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এই ৯টি ফেডারেশন হলো- দাবা, ব্রিজ, হকি, অ্যাথলেটিকস, বাস্কেটবল, স্নুকার এন্ড বিলিয়ার্ড, টেনিস, স্কোয়াশ ও কাবাডি। গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণের পর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ৩০ আগস্ট ৫ সদস্যের সার্চ কমিটি গঠন করেন। তারা অ্যাডহক কমিটি গঠন করে ক্রীড়া উপদেষ্টার কাছে জমা দেন। পরে সেখানে যাচাই-বাছাই করে বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের সচিব স্বাক্ষরিত ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়। হকি ফেডারেশনের নতুন সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ এবং সাধারণ সম্পাদক লে. কর্নেল রিয়াজুল হাসান (অব.)। এ ছাড়া দাবার সভাপতি সুজা উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান সুমন। এদিকে ডা. শামীম নেওয়াজকে বাস্কেটবলের সভাপতি এবং মেজর আতিকুল হাফিজকে সাধারণ সম্পাদক করা হয়েছে। টেনিসের সভাপতি আব্দুল হাই সরকার এবং সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ।  অন্যদিকে কাবাডির সভাপতি ময়নুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নেওয়াজ সোহাগ। অ্যাথলেটিক্সের সভাপতি মেজর জেনারেল নাঈম আশফাক এবং সাধারণ সম্পাদক শাহ আলম। ব্রিজের সভাপতি মাহবুবুর রহমান এবং সাধারণ সম্পাদক নাইমুল হাসান। স্কোয়াশ ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল হাসান উজ জামান এবং সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জিএম কামরুল ইসলাম। বিলিয়ার্ড ও স্নুকারের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল সরকার মুহাম্মদ শামসুদ্দিন (অব.) এবং সাধারণ সম্পাদক রিয়াসাত করিম ভূঁইয়া।
Read Entire Article