অ্যাতলেতিকোর জালে একহালি গোল পিএসজির

2 months ago 26

চ্যাম্পিয়নস লিগ বিজয়ী প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ইউরোপীয় আরেক শক্তিশালী দল অ্যাতলেতিকো মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে। একপেশে জয়ে ফিফা ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে লুইস এনরিকের দল।

গত মাসে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতার পর এটিই ছিল পিএসজির প্রথম ম্যাচ। এদিন ফরাসি লিগ ওয়ান চ্যম্পিয়নদের খেলায় কোনো জড়তা দেখা যায়নি।

রোববার প্যাসাডেনার ঐতিহাসিক রোজ বোল স্টেডিয়ামে লুইস এনরিকের দল অ্যাতলেতিকোকে প্রথম ধাক্কাটা দেয় ম্যাচের ১৯ মিনিটে। ফাবিয়ান রুইজ দূর থেকে দুর্দান্ত এক শটে বল জালে জড়ান।

বিরতির ঠিক আগ মুহূর্তে পিএসজি ব্যবধান দ্বিগুণ করে। অ্যান্তোনিও গ্রিজম্যান একটি সহজ সুযোগ মিস করেন এবং সেখান থেকে তৈরি হওয়া কাউন্টার-অ্যাটাকে ভিতিনহা গোল করে ২-০ ব্যবধানে এগিয়ে দেন দলকে।

৫৭ মিনিটে অ্যাতলেতিকো হুলিয়ান আলভারেজ গোল করে ব্যবধান কমান বলে মনে হলেও ভিএআরে দেখা যায়, গোলের আগে পিএসজির খেলোয়াড় দেজিয়ের দুয়ে-কে ফাউল করেছেন কোকে। ফলে গোলটি বাতিল হয়ে যায়।

অ্যাতলেতিকোর দুঃস্বপ্ন দেখা তখনো শেষ হয়নি। ডিফেন্ডার ক্লেমেন্ট লেংলে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপর আলেকজান্ডার সোরলোথ একটি নিশ্চিত গোল মিস করেন। প্রায় খালি পোস্টে বল ঠেলেই দিতে হতো, কিন্তু তিনি সেটি ওপর দিয়ে মারেন।

৮৭ মিনিটে বদলি খেলোয়াড় সেনি মায়ুলু পিএসজির হয়ে তৃতীয় গোলটি করেন। যা অ্যাতলেতিকোর প্রত্যাবর্তনের সব আশায় পানি ঢেলে দেয়। অতিরিক্ত সময়ে লি কাং-ইন পেনাল্টি থেকে গোল করে স্কোরলাইন ৪-০ করেন।

পিএসজি আগামী বৃহস্পতিবার রোজ বোল স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোর। অন্যদিকে অ্যাতলেতিকো ভ্রমণ করবে সিয়াটল।যেখানে তারা খেলবে এমএলএসের ক্লাব সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে।

এমএইচ/জেআইএম

Read Entire Article