অ্যানার্জি ড্রিংক ১৬ বছরের কম বয়সীদের জন্য নয়
১৬ বছরের কম বয়সীদের কাছে উচ্চমাত্রার ক্যাফেইনযুক্ত অ্যানার্জি ড্রিংক বিক্রি নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাজ্য। সম্প্রতি নতুন আইন আনার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এ সিদ্ধান্ত কার্যকর হলে রেড বুলের মতো জনপ্রিয় পানীয় আর শিশু-কিশোরদের কাছে বিক্রি করা যাবে না।
বার্তা সংস্থা এএফপি জানায়, ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং বলেন, ‘শিশুদের স্বাস্থ্য রক্ষায় দোকানগুলোকে এ ধরনের পানীয় বিক্রি থেকে বিরত রাখা হবে। আগামীর প্রজন্মকে স্বাস্থ্যবান ও সুখী হওয়ার ভিত্তি দিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।’
সরকারি তথ্য অনুযায়ী, ব্রিটেনে ১৩ থেকে ১৬ বছর বয়সী প্রতি তিনজন শিশুর একজন নিয়মিত অ্যানার্জি ড্রিংক পান করে। এসব পানীয়তে অনেক সময় দুই কাপ কফির চেয়েও বেশি ক্যাফেইন থাকে। যদিও বেশিরভাগ সুপারমার্কেট স্বেচ্ছায় এর বিক্রিতে বয়সসীমা আরোপ করেছে, এবার সেটিকে আইনি রূপ দিতে যাচ্ছে সরকার।
কম ক্যাফেইনযুক্ত সফট ড্রিংক যেমন ডায়েট কোক, চা বা কফি এ নিষেধাজ্ঞার আওতায় আসবে না। বিষয়টি নিয়ে ১২ সপ্তাহব্যাপী পরামর্শ চলবে, যেখানে বিশেষজ্ঞ, অভিভাবক, খুচরা বিক্রেতা ও উৎপাদকদের মতামত নেওয়া হবে।
বর্তমান আইন অনুযায়ী, প্রতি লিটারে ১৫০ মিলিগ্রামের বেশি ক্যাফেইনযুক্ত পানীয়তে বাধ্যতামূলকভাবে সতর্কবার্তা লিখতে হয় ‘শিশুদের পানের জন্য নয়।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, অ্যানার্জি ড্রিংক হয়তো ক্ষতিকারক মনে না হতে পারে, কিন্তু এগুলো শিশুদের ঘুম, মনোযোগ ও সামগ্রিক সুস্থতার ওপর বিরূপ প্রভাব ফেলছে। পাশাপাশি অতিরিক্ত চিনি দাঁতের ক্ষতি করছে এবং স্থূলতার ঝুঁকি বাড়াচ্ছে।