অ্যাম্বুলেন্সে ইসরায়েলে ড্রোন হামলা, নিহত ৩

2 months ago 6

ইরানে অ্যাম্বুলেন্সে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির এ হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন।

সোমবার (২৩ জুন) সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, নাজাফাবাদে অ্যাম্বুলেন্সে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে তিনজন নিহত হয়েছেন। 

রোববার সন্ধ্যায় নাজাফাবাদের গভর্নর মিদরেজা মোহাম্মদী ফেশারাকি বলেন, মোন্তাজেরি হাসপাতালের কাছে শরীয়তি স্ট্রিটে একটি অ্যাম্বুলেন্সকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এ সময় অ্যাম্বুলেন্সে একজন রোগী ছিলেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। হামলায় অ্যাম্বুলেন্সটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং অ্যাম্বুলেন্সের চালক, রোগী ও সঙ্গীরা নিহত হন। 

তিনি আরও বলেন, ড্রোনের আঘাতের ফলে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় পাশ দিয়ে যাওয়া অপর গাড়িতে এটি ধাক্কা দেয়। 

১৩ জুন ইরানের হামলা চালায় ইসরায়েল। দেশটির এ হামলায় পরমাণু, সামরিক ও আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে ৪০০-এর বেশি ইরানি নাগরিক নিহত হন। নিহতদের মধ্যে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী ও সাধারণ মানুষ রয়েছেন।

ইরান ওই হামলার পরপরই পাল্টা প্রতিক্রিয়া শুরু করে। ২২ জুন পর্যন্ত ‘অপারেশন ট্রু প্রমিস III’ এর আওতায় ইরান ইসরায়েলে মোট ২০ দফায় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
 

Read Entire Article