বাংলাদেশ দলের সঙ্গে পূর্ব অভিজ্ঞতা আছে তার। এবার প্রতিপক্ষের কোচ হয়ে ফিরলেন ঢাকায়। বলা হচ্ছে নেদারল্যান্ডসের প্রধান কোচ রায়ান কুকের কথা।
ডাচদের এই কোচ জানালেন, বাংলাদেশে আবার আসতে পেরে খুশি হলেও স্বাগতিকদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই।
সিলেটে আগামীকালেল ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুক বলেন, ‘বাংলাদেশ সাম্প্রতিক সময়ে ভালো ক্রিকেট খেলেছে। তবে অন্য সিরিজগুলোতে তাদের দুর্বলতাও ধরা পড়েছে। আমরা আত্মবিশ্বাসী যে ভালো ক্রিকেট খেলতে পারব। জানি, বাংলাদেশ নিজেদের মাটিতে বেশ শক্ত প্রতিপক্ষ। এখানে তাদের অনেক মানসম্পন্ন ক্রিকেটার আছে, যাদের বিপক্ষে খেলাটা সবসময় কঠিন।’
বাংলাদেশকে হারানোর চ্যালেঞ্জকে সামনে রেখেই মাঠে নামতে চায় তার দল, এমনটা স্পষ্ট করে দিয়েছেন কুক।
তিনি বলেন, ‘আমাদের জন্য এটা দারুণ এক পরীক্ষা। কিন্তু আমরা জয়ের আশা নিয়েই এখানে এসেছি। যদি টি-টোয়েন্টি বিশ্ব আবারও একই গ্রুপে পড়ি, অবশ্যই তাদের হারানোর চেষ্টা করব। এখন আমাদের সামনে যা আছে, সেটার সর্বোচ্চ ব্যবহার করতে চাই আমরা।’
অতীতে বাংলাদেশের ড্রেসিংরুমের ভেতর থেকে দলের পরিবেশ দেখেছেন কুক। এবার প্রতিপক্ষ হয়ে সেই অভিজ্ঞতাকেই ব্যবহার করতে চান নেদারল্যান্ডসের কোচ।