অ্যাশেজের দুই দিনের পিচকে যে রেটিং দিল আইসিসি

অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে ব্যবহৃত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) পিচকে ‘অসন্তোষজনক’ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই রায়ের ফলে ঐতিহ্যবাহী ভেন্যুটি একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছে, যা আগামী পাঁচ বছর কার্যকর থাকবে। বক্সিং ডে টেস্ট হিসেবে পরিচিত ম্যাচটি শেষ হয়ে যায় মাত্র দুই দিনে। ১৪২ ওভারে পড়েছে মোট ৩৬ উইকেট, অথচ কোনো ব্যাটারই স্পর্শ করতে পারেননি অর্ধশতক। প্রথম দিনেই ২০টি এবং দ্বিতীয় দিনে আরও ১৬টি উইকেট পড়ায় ম্যাচ কার্যত বোলারদের একচেটিয়া নিয়ন্ত্রণে চলে যায়। আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো পিচ মূল্যায়ন করে বলেন, এটি অতিরিক্ত মাত্রায় বোলারবান্ধব ছিল। তার ভাষায়, “এমসিজির পিচ বোলারদের পক্ষেই খুব বেশি সহায়ক ছিল। প্রথম দিনেই ২০ উইকেট, দ্বিতীয় দিনে ১৬ উইকেট পড়েছে, আর কোনো ব্যাটারই ৫০ রান করতে পারেনি। আইসিসির নির্দেশিকা অনুযায়ী এমন পিচকে ‘অসন্তোষজনক’ হিসেবে বিবেচনা করা হয়। তাই ভেন্যুটিকে এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।” চলমান অ্যাশেজে এটি দ্বিতীয় টেস্ট, যা দুই দিনের মধ্যেই শেষ হলো। এর আগে পার্থে অনুষ্ঠিত প্রথম টেস্টও একইভাবে দ্রুত নিষ্পত্তি হয়েছিল। যদিও

অ্যাশেজের দুই দিনের পিচকে যে রেটিং দিল আইসিসি
অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে ব্যবহৃত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) পিচকে ‘অসন্তোষজনক’ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই রায়ের ফলে ঐতিহ্যবাহী ভেন্যুটি একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছে, যা আগামী পাঁচ বছর কার্যকর থাকবে। বক্সিং ডে টেস্ট হিসেবে পরিচিত ম্যাচটি শেষ হয়ে যায় মাত্র দুই দিনে। ১৪২ ওভারে পড়েছে মোট ৩৬ উইকেট, অথচ কোনো ব্যাটারই স্পর্শ করতে পারেননি অর্ধশতক। প্রথম দিনেই ২০টি এবং দ্বিতীয় দিনে আরও ১৬টি উইকেট পড়ায় ম্যাচ কার্যত বোলারদের একচেটিয়া নিয়ন্ত্রণে চলে যায়। আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো পিচ মূল্যায়ন করে বলেন, এটি অতিরিক্ত মাত্রায় বোলারবান্ধব ছিল। তার ভাষায়, “এমসিজির পিচ বোলারদের পক্ষেই খুব বেশি সহায়ক ছিল। প্রথম দিনেই ২০ উইকেট, দ্বিতীয় দিনে ১৬ উইকেট পড়েছে, আর কোনো ব্যাটারই ৫০ রান করতে পারেনি। আইসিসির নির্দেশিকা অনুযায়ী এমন পিচকে ‘অসন্তোষজনক’ হিসেবে বিবেচনা করা হয়। তাই ভেন্যুটিকে এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।” চলমান অ্যাশেজে এটি দ্বিতীয় টেস্ট, যা দুই দিনের মধ্যেই শেষ হলো। এর আগে পার্থে অনুষ্ঠিত প্রথম টেস্টও একইভাবে দ্রুত নিষ্পত্তি হয়েছিল। যদিও এমসিজির ম্যাচে ইংল্যান্ড জয় পেয়েছে, তবে সিরিজের প্রথম তিন টেস্ট জিতে আগেই অ্যাশেজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। বর্তমানে সিরিজের স্কোরলাইন ৩–১। পাঁচ ম্যাচের সিরিজের শেষ টেস্টটি আগামী ৪ জানুয়ারি থেকে সিডনিতে অনুষ্ঠিত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow