আ.লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, হবিগঞ্জে বৈষম্যবিরোধীদের ৪ জনকে পিটিয়ে আহত

3 months ago 87

হবিগঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসানসহ ৪ জনকে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (০৯ মে) সন্ধ্যা ৭টায় শহরের পুরাতন হাসপাতালের সামনে এ ঘটনাটি ঘটেছে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জের আহ্বায়ক আরিফ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৭টায় রিকশাযোগে ফেরার পথে শহরের পুরাতন হাসপাতালের সামনে একদল দুর্বৃত্তরা তাদের পিটিয়ে আহত করে।গুরুতর আহত অবস্থায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফ তালুকদার জানান, বিভিন্ন অভিযোগে সংগঠনের সাবেক যুগ্ম আহ্বায়ক সাকিবকে সম্প্রতি বহিষ্কার করা হয়েছে। তার নেতৃত্বে আজ হামলা করা হয়েছে।

হবিগঞ্জ সদর থানার ওসি সজল সরকার জানান, তাদের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিব হামলা করেছে বলে জানতে পেরেছি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

Read Entire Article