আ’লীগ নিষিদ্ধের দাবিতে বেরোবি শিক্ষার্থীদের বিক্ষোভ

4 hours ago 6

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে প্রধান ফটকে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আশিকুজ্জামান আশিক বলেন, আবারও যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করা হয় তাহলে চব্বিশের বিপ্লবের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। আমরা এখনও রাজপথ ছাড়ি নাই। কোনো কুচক্রী মহল যদি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করে আমরা এক বিন্দু ছাড় দেব না।

তিনি আরও বলেন, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, ক্যান্টনমেন্টের প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশ চলবে না। বাংলাদেশ চলবে গণতন্ত্র অনুযায়ী, জনতার রায় অনুযায়ী।

রংপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব রহমত আলী বলেন, গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেয়া হবে না। আগে বিচার হবে এরপর সিদ্ধান্ত আসবে তারা রাজনীতি করতে পারবে কি-না।

সেনাবাহিনীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা ৫ আগস্টে ছাত্র-জনতার আকাঙ্ক্ষাকে যেভাবে প্রতিফলিত করেছেন। তেমনিভাবে দেশের যেকোনো সংকটে মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করবেন। সেনাবাহিনীকে কোনোভাবে কলুষিত হতে দেবেন না।

বেরোবির সমন্বয় জাহিদ হাসান জয় বলেন, ক্যান্টনমেন্টে বসে প্রেসক্রিপশন দেওয়া হয় ভারতের। যে দেশটা এতদিন আমাদের দেশের মানুষকে নিষ্পেষিত করেছে। বাংলাদেশে বিগত পনেরো বছর ভারত একটা চক্রান্ত চালিয়েছে। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই, তাদের এ চক্রান্ত সফল হবে না। রক্ত দেওয়ার জন্য দেশে এখন হাজার হাজার হাসনাত আব্দুল্লাহ ও আবু সাঈদের মতো মানুষ তৈরি হয়েছেন। আমরা রক্ত দিতে প্রস্তুত তবুও জুলাইকে কখনো ভেস্তে যেতে দেবো না।

ফারহান সাদিক সাজু/এমএন/এএসএম

Read Entire Article