আ’ লীগ নিষিদ্ধের দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রা, পুলিশের বাধা

2 hours ago 3

জুলাই গণহত্যা, পিলখানা ও শাপলা চত্বর হত্যাযজ্ঞসহ গুম-খুনে জড়িত আওয়ামী লীগ ও দোসর রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন (যমুনা) অভিমুখে গণপদযাত্রায় শাহবাগে বাধা দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে বিপ্লবী ছাত্র পরিষদ ও জাতীয় বিপ্লবী পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

পরে বিকেল ৩টা ৪৫ মিনিটে মিছিলটি শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়। সবশেষ মিছিলটি পুলিশি বাধার মুখে সড়কেই অবস্থান করছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ অভিমুখী এক পাশের সড়কে যা নচলাচল বন্ধ রয়েছে।

দাবি সমূহ হলো:

গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ, তাদের মিত্র ১৪ দল ও মহাজোট এবং এসব দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করা। ফ্যাসিবাদী দল ও সংগঠনের সব কার্যালয় ও সম্পদ রাষ্ট্রীয়ভাবে অধিগ্রহণ করে তা ফ্যাসিবাদী আমলে নির্যাতিত অসহায় মজলুমদের পুনর্বাসনে ব্যবহার করা। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সব মন্ত্রীপরিষদ সদস্য, এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যকে ফ্যাসিস্ট ঘোষণা করে গ্রেফতারি পরওয়ানা জারি ও বিচারের মুখোমুখি করা। ফ্যাসিবাদ ধারণ করে গড়ে ওঠা নব্য ফ্যাসিবাদী বা একই চরিত্রের যে কোনো দল ও সংগঠনকেও নিষিদ্ধ করতে হবে। ফ্যাসিবাদী রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দলকে নিষিদ্ধ করার বিধান সংবিধানে সংযুক্ত করতে হবে।

মিছিলে জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান আনিসুর রহমান, সাংগঠনিক প্রধান মোহাম্মদ শাফিউর রহমান, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমানসহ আরও অনেকে উপস্থিত আছেন।

এনএস/এসএনআর/জেআইএম

Read Entire Article