আ.লীগ নেতা বাবলু গ্রেপ্তার

4 days ago 12
নোয়াখালীর সদরে আওয়ামী লীগ নেতা গোলাম হোসেন বাবলুকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। বুধবার (১৫ জানুয়ারি) রাত ৮টার দিকে জেলা শহর মাইজদীর লইয়ার্স কলোনির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সুধারাম থানার ওসি কামরুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কতটি মামলা রয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে তাকে আদালতে পাঠানো হবে। এদিকে চেয়ারম্যান বাবলুর স্ত্রী শাহনাজ আক্তার অভিযোগ করে বলেন, আমার স্বামী দুই বারের নির্বাচিত চেয়ারম্যান এবং আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। আমার স্বামীর বিরুদ্ধে কোনো মামলা নেই। শুধু আওয়ামী রাজনীতি সমর্থন করার কারণে তাকে বিনা অপরাধে আটক করা হয়েছে। সুধারাম থানার ওসি কামরুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা রয়েছে। তাকে বাসা থেকে তাকে আটক করা হয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
Read Entire Article