আ.লীগ নেতাদের দিয়ে এডহক কমিটি, ছাত্র-জনতার প্রতিবাদ

2 weeks ago 17

আওয়ামী লীগ নেতাদের দেওয়া তালিকা দিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ উঠেছে কুমিল্লার মুরাদনগরের কোড়েরপাড় আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে। 

রোববার (১৫ ডিসেম্বর)  সকালে কোড়েরপাড় আদর্শ ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের পকেট কমিটির বিরুদ্ধে মানববন্ধন করেছে ছাত্র-জনতা।

কলেজের শহীদ মিনার ও একাডেমিক ভবনের সামনে কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধনে আওয়ামী লীগের দোসরদের পকেট কমিটি বাতিলের দাবি জানানো হয়।

বৈষম্যবিরোধী আন্দোলনের ফলে পতন হয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের। ৫ আগস্টের পর থেকেই বিভিন্ন প্রতিষ্ঠানের এডহক কমিটিতে আসে পরিবর্তন। পতিত সরকারের নেতাকর্মীদের বাদ দিয়ে শিক্ষানুরাগী সমাজ সেবকদের দিয়ে সর্বত্র এডহক কমিটি হলেও মুরাদনগর উপজেলার আকবপুর ইউনিয়নের কোড়েরপাড় আদর্শ ডিগ্রি কলেজের নতুন এডহক কমিটি করেন আওয়ামী লীগ নেতা ইব্রাহিম সরকার।

২০ জন দাতা সদস্যের মধ্যে তিনি দীর্ঘদিন ধরে অনৈতিক রাজনৈতিক প্রভাব খাটিয়ে কলেজ অধ্যক্ষের সঙ্গে মিশে দুর্নীতি ও নিয়োগ বাণিজ্য করছেন বলে অভিযোগ রয়েছে। 

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের শিক্ষার্থী হত্যা মামলার আসামি ইউসুফ আব্দুল্লাহ হারুনের ঘনিষ্ঠ সহচর জাহের মুন্সি ও নুরে আলম বাবুর নাম দিয়ে এডহক কমিটি তৈরি করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানোর জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশিদকে নির্দেশ দেয় ইব্রাহিম সরকার। তার দেওয়া তালিকাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন বলে জানিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশিদ। 

৫ আগষ্টের পর সর্বত্র স্বৈরাচারমুক্ত হলেও কোড়েরপাড় আদর্শ ডিগ্রি কলেজে এখনো ফ্যাসিস্টরা রয়ে গেছেন বলে অভিযোগ শিক্ষার্থীদের। 

কলেজের শিক্ষার্থী জিসান আহমেদ বলেন, যাদের হাতে শিক্ষার্থীদের রক্ত। সে খুনি স্বৈরাচারের দোসরদের দিয়ে এডহক কমিটি আমরা মেনে নেব না। 

কলেজ ছাত্রী ইয়াছমিন বলেন, আমরা বৈষম্যবিরোধী আন্দোলন করতে গিয়ে যাদের হাতে নির্যাতিত হয়েছি তারা কিভাবে কলেজের এডহক কমিটিতে আসে। আমরা এই আওয়ামী কমিটি মানি না, মানব না।

কলেজ শিক্ষার্থী জোনায়েদ জানান, দীর্ঘদিন ধরে কলেজে অনিয়ম চলছে। পরীক্ষা, ভর্তিসহ নানান উৎসবকে কেন্দ্র করে অতিরিক্ত ফি আদায় করছে অধ্যক্ষ এবং কমিটি। নতুন করে আবার আওয়ামী লীগের রক্তপিপাসুদের দিয়ে এডহক কমিটি করার সাহস পেল কোথায়? অবিলম্বে এ কমিটি বাতিল করতে হবে।

মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবকরা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে কলেজের অধ্যক্ষ এবং এই আওয়ামী লীগ নেতারা মিলে কলেজের অর্থ লুটপাট করেছে। এখন আবার আওয়ামী লীগের কমিটি দিয়েছে। আমাদের সন্তানদের রক্তে যাদের হাত রঞ্জিত তারা কীভাবে কলেজ পরিচালনা পর্ষদে আসে? আমরা এ কমিটি বাতিল চাই।

Read Entire Article