জুলাই বিপ্লবে আহতদের বিদেশে চিকিৎসায় অর্থ ছাড়ের সীমা শিথিল

3 days ago 1584

ছাত্র-জনতার বিপ্লবের সময় আহতদের বিদেশে চিকিৎসার জন্য অর্থ ছাড়ের সীমা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। বিদেশে চিকিৎসার উদ্দেশ্যে যাওয়াকারও জন্য ব্যাংক সর্বোচ্চ ১০ হাজার ডলার ছাড় করতে পারলেও জুলাই বিপ্লবে আহতদের জন্য এ সীমা শিথিল করা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) অনুমোদিত ডিলারদের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, জুলাই বিপ্লবে আহত ছাত্র-জনতার চিকিৎসার জন্য প্রাক্কলন অনুযায়ী বিদেশি মুদ্রা ছাড় করা যাবে। ব্যাংক চ্যানেলের পাশাপাশি আন্তর্জাতিক কার্ডের মাধ্যমেও এই অর্থ ছাড় করতে পারবে অনুমোদিত ডিলার।

কেন্দ্রীয় ব্যাংকের গাইডলাইন অনুযায়ী, বিদেশে চিকিৎসার জন্য সর্বোচ্চ ১০ হাজার ডলার বা তার সমপরিমাণ বিদেশি মুদ্রা ছাড় করতে পারেন অনুমোদিত ডিলার। গাইডলাইনের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়।

এর আগে, ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ব্যক্তিদের জন্য সরকারি হাসপাতালে সম্ভব না হলে বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে বলে জানায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও অন্তর্বর্তী সরকার গঠিত গণ-অভ্যুত্থানসংক্রান্ত বিশেষ সেল। দেশে চিকিৎসা সম্ভব না হলে বিদেশে পাঠানোর কথাও বলা হয়। আন্দোলনে আহতদের চিকিৎসার সব ধরনের খরচ বহন করবে সরকার। নগদ অর্থসহায়তাও তাদের দেওয়া হবে। পাশাপাশি নিহতদের পরিবার এবং আহতদের পুনর্বাসন ও কর্মসংস্থানের জন্য নীতিমালা করার চিন্তা করেছে সরকার।

ইএআর/কেএসআর

Read Entire Article