মায়ের সঙ্গে জেলে দুধের শিশু

2 days ago 10

গাজীপুরের শ্রীপুরে মাদক কারবারের অভিযোগে গ্রেফতার মায়ের সঙ্গে জেলহাজতে যেতে হয়েছে ৭ মাস বয়সী দুধের শিশু সাওদাকেও। শুধু তাই নয়, মায়ের সঙ্গে তাকে যেতে হয় থানায়। এরপর মায়ের কোলে করে যেতে হয় আদালতে। সেখান থেকে আইনি প্রক্রিয়ায় মায়ের সঙ্গে স্থান হয় জেলহাজতে।

বৃহস্পতিবার রাতে ৫০০ গ্রাম গাজাসহ ওই শিশুর মা আছমাকে (৩২) গ্রেফতার করে শ্রীপুর থানা পুলিশ। এরপর শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

গ্রেফতার আছমা শ্রীপুর উপজেলার কাওরাইদ গ্রামের কালীবাড়ি এলাকার আলমের স্ত্রী এবং ইয়াকুব আলীর মেয়ে।

পুলিশ জানায়, আছমা ও তার স্বামী এলাকার চিহ্নিত মাদক কারবারি। তাদের নামে বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে।

শ্রীপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আমিনুর রহমান জানান, আলমকে ধরতে গেলে তিনি পালিয়ে যান। পরে তার বসতঘর থেকে ৫০০ গ্রাম গাজাসহ আছমাকে গ্রেফতার করা হয়। আসমার ৭ মাসের দুগ্ধপোষ্য শিশুকে দেখাশোনা করার কেউ না থাকায় শিশুটিকে মায়ের সঙ্গে জেলে যেতে হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মন্ডল জানান, ওই নারীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাকে মাদক মামলায় গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়।

মো. আমিনুল ইসলাম/জেডএইচ/এএসএম

Read Entire Article