আ’লীগ নেতার বিরুদ্ধে বিদ্যালয়ের জায়গা দখল-গাছ কাটার অভিযোগ

3 days ago 7

মানিকগঞ্জের হরিরামপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল করে দোকানঘর নির্মাণ ও গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক সমেজদ্দিন মোল্লার বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সোমবার (১৩ জানুয়ারি) ২৫ নম্বর বালুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজনু ব্যাপারী বাদী হয়ে হরিরামপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের দক্ষিণ-পশ্চিম কোনায় একটি দোকানঘর নির্মাণ করে ভোগদখল করে আসছেন সমেজদ্দিন মোল্লা। ২০-২৫ দিন আগে বিদ্যালয়ের কাউকে না জানিয়ে দুটি কদম গাছ ও একটি গাব গাছ কেটে নিয়ে যান।

আ’লীগ নেতার বিরুদ্ধে বিদ্যালয়ের জায়গা দখল-গাছ কাটার অভিযোগ

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজনু ব্যাপারী জাগো নিউজকে বলেন, ‘আমার বিদ্যালয়ের জায়গা থেকে সমেজদ্দিন মোল্লা দুটি কদম গাছ ও একটি গাব গাছ কেটে নিয়ে গেছেন। এছাড়া বিদ্যালয়ের জায়গা দখল করে একটি দোকানঘর নির্মাণ করেছেন। এ বিষয়ে আমি থানায় লিখিত অভিযোগ করেছি।’

অভিযোগের বিষয়ে রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক সমেজদ্দিন মোল্লা জাগো নিউজকে বলেন, ‘বিদ্যালয়ের জায়গা থেকে আমি কোনো গাছ কাটিনি। ওইটা আমার বাপ-দাদার জমি। আর আমার ভাই খুব অসুস্থ। এজন্য দোকানঘরটি তাকে করে দিয়েছি।’

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন খান জাগো নিউজকে বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সজল আলী/এসআর/এএসএম

Read Entire Article