‘আ.লীগ নেতারা মোটাতাজা হয়েছে, দলকেও মোটাতাজা করেছে’
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবীব দুলু বলেছেন, ১৬ বছর ক্ষমতায় থাকার পরও আওয়ামী লীগ লালমনিরহাটের মানুষের জন্য কোনো উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেনি। তাদের নেতারা মোটাতাজা হয়েছে, তাদের দলকেও মোটাতাজা করেছে।
তিনি অভিযোগ করেন, এই সময়ের মধ্যে বড়বাড়ি-বুড়িমারী সড়কও নির্মাণ করা হয়নি। লালমনিরহাটবাসীর দীর্ঘদিনের দাবি অর্থনৈতিক অঞ্চল সৃষ্টি ও বিমানবন্দর চালু করা হয়নি।
রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিস্তা নদী রক্ষা আন্দোলনের আয়োজনে কালীগঞ্জের কাকিনা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত বিশাল সমাবেশে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, এ অঞ্চলের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নও ভেস্তে গেছে। এমপি-মন্ত্রীরা কখনো তিস্তা নদী রক্ষার দাবি উচ্চারণ করতে সাহস পাননি।
তিনি অভিযোগ করে বলেন, পিকনিক করতে গেলেও বিএনপি নেতাকর্মীদের পুলিশ গ্রেপ্তার করেছে, অথচ আজ স্বাধীন বাংলাদেশ এখন মুক্ত বাংলাদেশ। বাংলাদেশে হাসিনার পতন ঘটানো হয়েছে, তিস্তা মহাপরিকল্পনাও আমরা বাস্তবায়ন করব।
সমাবেশে কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক, কালীগঞ্জ বিএনপির সদস্য ফারহান উদ্দিন পাশা, কালীগঞ্জ যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুরসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তিস্তা নদী রক্ষা আন্দোলনের আয়োজনে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তিস্তা নদীর অববাহিকাজুড়ে কয়েক লাখ মানুষের গণজমায়েত কর্মসূচি হাতে নিয়েছে। দুই দিনের লাগাতার কর্মসূচিতে সেমিনার, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে তিস্তা নদীর কাউনিয়া সেতু, মহিপুর সেতু ও তিস্তা ব্যারাজ পয়েন্টে তাঁবু স্থাপন করে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।