‘আ.লীগের একজন নেতাকর্মীও বিএনপির হাতে মারা যায়নি’

1 month ago 28

আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামী লীগের একজন নেতাকর্মীও বিএনপির হাতে মারা যায়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

বুধবার (২০ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের গৌরীপুরের কলতাপাড়া বাজারে যুবদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভায় তিনি এমন মন্তব্য করেন।

নুরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের নেতারা, এমপি-মন্ত্রীরা গত ১৬ বছর বিভিন্ন সময় বক্তৃতায় বলেছেন, আওয়ামী লীগের পতন হলে তাদের নাকি পাঁচ লাখ নেতাকর্মী মারা যেতে পারে। কিন্তু আল্লাহর অশেষ রহমত, আওয়ামী লীগের একজন নেতাকর্মীও বিএনপির হাতে মারা যায়নি।

তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান শুরু থেকে সবাইকে ধৈর্য ধারণ করার জন্য বলেছেন, সংযত হওয়ার জন্য বলেছেন। অর্থাৎ প্রতিহিংসার যে রাজনীতি গত ১৬ বছর শেখ হাসিনা বাংলাদেশে করে গেছেন, সেই রাজনীতি থেকে বাংলাদেশের মানুষকে ফিরিয়ে আনার জন্য আমাদের নেতা তারেক রহমান চেষ্টা করছেন।

তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামোর ৩১ দফার কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা গত দুই মাস বাংলাদেশের বিভিন্ন জায়গায় গণসংযোগ করেছি, লিফটের বিতরণ করেছি। এই লিফলেটে ৩১ দফা পরিকল্পনার কথা বলা হয়েছে। আগামী দিনে মানুষের ভোটের মধ্য দিয়ে বিএনপি যদি জনগণের সরকার গঠন করতে পারে, তাহলে রাষ্ট্রের সেবা কীভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, সেই কথা বলা আছে। প্রয়োজনে সংস্কারের কথা বলা হয়েছে।

এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের মানুষের দ্বারে দ্বারে গিয়ে ৩১ দফা তুলে ধরার আহ্বান জানান।

লিফলেট বিতরণ ও পথসভায় অংশগ্রহণের আগে নুরুল ইসলাম নয়ন কলতাপাড়া বাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সহিংসতায় শহীদ হওয়া বিপ্লব হাসানের কবর জিয়ারত করে তার পরিবারের সার্বিক খোঁজখবর নেন।

কলতাপাড়া বাজারে কর্মসূচিতে অংশ নেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক শামছু, সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু, সদস্য মনোয়ার জাহান সফল, আনোয়ার হোসেন, মজিবুর রহমান, যুবদল নেতা বাহালুল মুন্সি, আব্দুল হান্নান তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক, যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান রাহাত, পৌর ছাত্রদলের আহ্বায়ক জামাল হোসেন, গৌরীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়ালি উল্লাহ রুবেল প্রমুখ।

Read Entire Article