আ.লীগের কার্যক্রম বন্ধ করা হয়েছে অন্তর্বর্তী সরকারের মদদেই : এলডিপি মহাসচিব

3 months ago 54

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ অভিযোগ করেছেন, আওয়ামী লীগের সব কার্যক্রম বন্ধ করা হয়েছে সরকারের মদদে। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হলে দায়-দায়িত্ব এ সরকারকেই নিতে হবে৷

সোমবার (১২ মে) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর উচ্চ বিদ্যালয় মাঠে দলের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সরকারের উদ্দেশে রেদোয়ান আহমেদ বলেন, আপনারা কিছু লোক ও কয়েকজন ছেলেকে লেলিয়ে একটি দলকে নিষিদ্ধ করতে তাদের মাঠে নামতে উদ্বুদ্ধ করেছেন। এনসিপি নামে একটি নতুন দল গঠিত হয়েছে, কয়েকজন পোলাপান সেখানে আছে। শুধু তাদের আন্দোলনে বা শুধু জামায়াত ইসলামের আন্দোলনে একটি দলকে নিষিদ্ধ বা একটি দলের কার্যক্রম বন্ধ করে দেবেন? এতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে এর দায়দায়িত্ব অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে। 

এলডিপি মহাসচিব বলেন, ১৯৪৯ সালে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর হাত ধরে এ দল (আওয়ামী লীগ) প্রতিষ্ঠা লাভ করে। এ দল বিভিন্ন সময় বিভিন্নভাবে এ দেশ এবং জাতিকে নেতৃত্ব দিয়েছে। কিন্তু আজ একজন ব্যক্তি শেখ হাসিনার স্বৈরশাসন প্রবর্তনের কারণে আপনি দলকে নিষিদ্ধ করে দেবেন কেন? দলকে নিষিদ্ধ করার একমাত্র মালিকানা হলো জনগণ।

মাধাইয়া ইউনিয়ন এলডিপির সিনিয়র সহসভাপতি শাহ আলম মোল্লার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা এলডিপির সভাপতি একেএম সামছুল হক মাস্টার, এলডিপির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ প্রমুখ।

Read Entire Article