আ.লীগের চার নেতা গ্রেপ্তার

3 hours ago 2

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (০৮ নভেম্বর) রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

আটককৃতরা হচ্ছে উপজেলার দেওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাহাদুর আলম খান (৫৬), উপজেলা ছাত্রলীগের নেতা আবিদ হাসান (৩২), রসুলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মজনু (৪০), ধলাপাড়া ইউনিয়নের ৭ ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি রুহুল আমিন (৫২)।

তাদের ঘাটাইল থানায় সোপর্দ করা হয়। পরে মধুপুর থানায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের মধুপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, রোববার ঘাটাইলে রাতভর অভিযান চালিয়ে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের চার নেতাকে আটক করা হয়েছে। পার্শ্ববর্তী থানা মধুপুরের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Read Entire Article