আ.লীগের ফেরার সুযোগ নেই : মিল্লাত

2 days ago 13
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আমরা মনে করি আওয়ামী লীগ যা করেছে তাতে তাদের ফেরার সম্ভাবনা নেই। জনগণ আর তাদের গ্রহণ করবে না। আমরা শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি, তাই কোনো দলকে নিষিদ্ধের পক্ষে নই। আবার কাউকে আমন্ত্রণও করব না। সোমবার (৩১ মার্চ) সকালে জামালপুরের দেওয়ানগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি। এ বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, আমরা দ্রুত গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে নির্বাচন চাই। এ বছরের মধ্যে নির্বাচন দিতে প্রফেসর ইউনূসসহ উপদেষ্টামণ্ডলীকে অনুরোধ জানানো হয়েছে। কোনো কুচক্রী মহলের ইন্ধনে নির্বাচন পেছানো হলে বিএনপি কর্মসূচি দিতে পারে বলে ইঙ্গিত দিয়ে তিনি আরও বলেন, এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ স্ট্যান্ডিং কমিটি সিদ্ধান্ত নেবে। এ সময় দেওয়ানগঞ্জ উপজেলা, পৌর শাখাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Read Entire Article