আ.লীগের রক্ত-মাংসে ফ্যাসিজম মিশে আছে : দুলু

4 weeks ago 12

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগের রক্ত-মাংস-অস্থিতে ফ্যাসিজম মিশে আছে। তাই আওয়ামী ফ্যাসিজম রুখে দিতে দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে জেলার সিংড়া উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, এই খুনি হাসিনা ও তার দল আওয়ামী লীগ বিডিআর বিদ্রোহের নামে পিলখানায় হত্যাকাণ্ড চালিয়েছে, শাপলাচত্বরে হেফাজতের মহাসমাবেশে হত্যাকাণ্ড করেছে, জুলাই বিপ্লবে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে প্রায় দুই হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করেছে। শুধু হাসিনার ইতিহাসই হত্যাকাণ্ডের ইতিহাস নয়, স্বাধীনতা পরবর্তীতে ১৯৭২ সালে ক্ষমতায় আসার পর শেখ মুজিবুর রহমানও হাজার হাজার মানুষকে হত্যা করেছিল। দেশে একনায়কতান্ত্রিক রাষ্ট্র কায়েম করার চেষ্টা চালিয়েছিল। 

তিনি বলেন, শেখ মুজিব চারটি পত্রিকা বাদে দেশের সব পত্রিকা নিষিদ্ধ করেছিল। ইতিহাসের পটপরিক্রমায় আজ আওয়ামী লীগের রাজনীতিই বাংলার মাটিতে অঘোষিতভাবে নিষিদ্ধ হয়ে গেছে। দেশের মানুষ তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তারা জোর করে বিনা ভোটে টানা চারবার ক্ষমতা দখল করেছে। ৪১ সাল পর্যন্ত ক্ষমতা আঁকড়ে থাকার স্বপ্নে বিভোর আওয়ামী লীগ ক্ষমতা রক্ষার জন্যই দেশপ্রেমিক চৌকস সেনা অফিসারদের হত্যাসহ আওয়ামীবিরোধী দেশের সচেতন হাজারো মানুষকে হত্যা ও গুম করেছে। আয়না ঘরের জন্ম দিয়েছে। 

দুলু বলেন, এখন ভারতে বসে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা গল্প সাজিয়ে প্রচার করছে। ভারতের উগ্র হিন্দুদের আমাদের দেশের বিরুদ্ধে খেপিয়ে তোলার অপচেষ্টা করছে। আওয়ামী লীগের ১৬ বছরের শাসন আমলের চাইতে দেশের হিন্দুরা এখন ভালো আছে শান্তিতে আছে। তাদের প্রতি কোনো অত্যাচার করা হচ্ছে না। মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে আমাদের দেশের হিন্দু-মুসলিম সুসম্পর্ক নষ্ট করার পাঁয়তারা করছে। দেশের মানুষকে তাই সব সময় সচেতন থাকতে হবে।

Read Entire Article