পটুয়াখালীর কলাপাড়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। রোববার (০২ নভেম্বর) বেলা ১১টায় কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের বাস ভবনে এসে তার হাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে যোগদান করেন তারা।
যোগদানকৃত নেতাকর্মীদের মধ্যে সিংহভাগ মানুষ হিন্দু সম্প্রদায়ের বলে জানা গেছে।
যোগদানকারী শতাধিক ব্যক্তিদের মধ্যে চম্পাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতি লাল ভট্ট, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মজিবুর রহমান খান, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সজল চন্দ্র ভট্ট, ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শিভু রাম সিমলাইসহ আরও অনেকে ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্বে ছিলেন।
এ বিষয়ে মতি লাল ভট্ট কালবেলাকে জানান, দীর্ঘ বছর আওয়ামী রাজনৈতিক পরিচয়ে বহু ত্যাগ করেছেন তিনি। তবে কখনোই দল থেকে সামান্য সহযোগিতা পাননি। এ ছাড়া ৫ আগস্ট পট-পরিবর্তনের পর থেকে আজও পর্যন্ত তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষ হলেও কেউ এক মিনিট ফোন করে খোঁজ নেয়নি। তাই তিনি ক্ষোভে মনের কষ্টে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান করেছেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, আগামী দিনে বিএনপি সবাইকে নিয়ে একটা বাংলাদেশ গড়তে চায়। এটা তারেক রহমানের মূল লক্ষ্য, সেই জন্য সব ধর্মের লোকজন বিএনপির সঙ্গে সমবেত হচ্ছে। আমরা মনে করি এটাই তারেক রহমানের এ প্রক্রিয়াকে সমর্থন করা। আগামী দিনে কল্যাণগামী বাংলাদেশ গড়ে তুলতে চাই। সেখানে সবার সহযোগিতা চাই।
যোগদানকালে উপজেলা বিএনপির সভাপতি হাজি হুমায়ুন শিকদার, সহসভাপতি জাহাঙ্গীর তালুকদার, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, সাংগঠনিক সম্পাদক কাজল তালুকদার, চম্মাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম বিল্লাহ, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

12 hours ago
8









English (US) ·