আইআরআইয়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বিএনপি
সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট-আইআরআইয়ের একটি প্রতিনিধি দল বিএনপির সঙ্গে বৈঠক শুরু করেছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে গুলশান চেয়ারপারসনের অফিসে এই বৈঠক শুরু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
জানা গেছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে অন্য সদস্যরা হলেন- বিএনপি স্হায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদী আমিন ও বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।
সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট-আইআরআই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন, আইআরআই বোর্ড সদস্য ক্রিস্টোফার ফাসনার এবং সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটি (সিএনএএস) এর ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রামের সিনিয়র ফেলো লিসা কার্টিস-এর নেতৃত্বে প্রতিনিধি দল।
অন্য সদস্যরা হলেন- কারিগরি বিশেষজ্ঞ আইআরআই জেসিকা কিগান, আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর, আইআরআই স্টিভ সিমা, প্রোগ্রাম ডিরেক্টর এনডিআই জেমি স্পাইকারম্যান, প্রচারণা ও পরামর্শদাতা আইআরআই জন ফ্লুহার্টি, পরামর্শদাতা আইআরআই ডারিন বিয়েলেকি, প্রোগ্রাম পরামর্শদাতা আইআরআই অমিতাভ ঘোষ ও পরামর্শদাতা
আইআরআই সাইদা মুশরেফা জাহান।