আইআরজিসির কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি বেঁচে আছেন

2 months ago 6

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) এলিট শাখা কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি জীবিত আছেন। সম্প্রতি তেহরানে একটি জনসমাবেশে তাকে প্রকাশ্যে দেখা গেছে। ওই সময়ের ছবি ও ভিডিও বিভিন্ন গণমাধ্যমের খবরে প্রচার করা হয়েছে। খবর আলজাজিরার।

ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির ধারণকৃত এবং আল জাজিরার শেয়ার করা একটি ভিডিও ক্লিপে দেখা গেছে যে, ইরানের রাজধানীর কেন্দ্রস্থলে একটি সমাবেশের সময় বেশ কয়েকজনের সঙ্গে কথা বলছেন ইসমাইল কানি।

ইরানের ইংরেজি ভাষার রাষ্ট্রীয় প্রচার মাধ্যম প্রেস টিভিতে পোস্ট করা একই রকম একটি ভিডিওতেও কানিকে দেখানো হয়েছে। তিনি প্রয়াত কমান্ডার কাসেম সোলাইমানির উত্তরসূরি। কাসেম সোলাইমানি ২০২০ সালে ইরাকে মার্কিন হামলায় নিহত হন।

এর আগে ইসরায়েল দাবি করেছিল যে, গত ১৩ জুন ইরানে হামলা শুরুর পর দেশটির সবচেয়ে জ্যেষ্ঠ সামরিক নেতাদের লক্ষ্য করে ধারাবাহিক হত্যাকাণ্ডের সময় তারা কানিকে হত্যা করেছে।

ইসরায়েলের এই দাবির নিশ্চিত বা প্রত্যাখ্যান করেনি ইরান। কানি বেঁচে আছেন নাকি হামলায় প্রাণ হারিয়েছেন সে বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি।

এর আগে ২০২৪ সালেও একবার কানিকে হত্যার দাবি করেছিল ইসরায়েল। সে সময় বলা হয়েছিল যে, লেবাননে ইসরায়েলি হামলার সময় হিজবুল্লাহ কর্মকর্তাদের সঙ্গে কানি নিহত হয়েছেন।

টিটিএন

Read Entire Article