আইইউবিএটি’র প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এম. আলিমউল্যা মিয়ানের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

3 months ago 69

রাজধানীর উত্তরায় অবস্থিত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-তে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য এবং দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পথিকৃৎ অধ্যাপক ড. এম. আলিমউল্যা মিয়ানের অষ্টম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আইইউবিএটি ক্যাম্পাসে পবিত্র কোরআন খতম, দোয়া মাহফিল এবং এক আলোচনা সভার আয়োজন করা হয়। 

শনিবার (১০ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব-এর নেতৃত্বে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ার, কো-অর্ডিনেটর, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও অ্যালামনাইগণ ড. মিয়ানের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সকাল ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অধ্যাপক ড. মিয়ানের জীবন, দর্শন ও শিক্ষাক্ষেত্রে তাঁর অসামান্য অবদান নিয়ে এক স্মৃতিচারণমূলক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন আইইউবিএটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব।

অধ্যাপক ড. এম. আলিমউল্যা মিয়ান ১৯৪২ সালের ১৫ ফেব্রুয়ারি কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং বীর প্রতীক মরহুম কর্নেল সফিক উল্লাহর ছোট ভাই। ১৯৯১ সালের জানুয়ারিতে তিনি দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে আইইউবিএটি প্রতিষ্ঠা করেন। ২০১৭ সালের ১০ মে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি দেশ ও জাতির কল্যাণে শিক্ষাদানে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তার পরিবারিক মূল্যবোধ ও নীতিকে তিনি ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আজীবন কাজ করে গেছেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইগণ এই দিনে অধ্যাপক ড. মিয়ানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তার স্মৃতি ও আদর্শকে চিরস্মরণীয় করে রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Read Entire Article