আইইবি ওমান চ্যাপ্টার : আমিনুর চেয়ারম্যান, জুবায়ের সম্পাদক

2 months ago 26

জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতা প্রকৌশলী মো. আমিনুর ইসলামকে চেয়ারম্যান ও প্রকৌশলী জুবায়ের আলীকে সম্পাদক করে ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) ওমান চ্যাপ্টারের ৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। 

আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী অধ্যাপক ড. সাব্বির মোস্তফা খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গঠনতন্ত্রের সংশ্লিষ্ট ধারা মোতাবেক আইইবি ওমান ওভারসিজ চ্যাপ্টার থেকে প্রাপ্ত নির্বাহী কমিটি ও স্থানীয় কাউন্সিল গঠনের প্রস্তাবনা গত ২৩ মে আইইবির কেন্দ্রীয় কাউন্সিলের ৬৪৮তম সভায় অনুমোদিত হয়েছে।

আইইবি ওমান কমিটির নতুন নেতারা হলেন- চেয়ারম্যান প্রকৌশলী মো. আমিনুর ইসলাম (সিআইপি), ভাইস চেয়ারম্যান প্রকৌশলী শরীফ খান, সম্পাদক প্রকৌশলী জুবায়ের আলী এবং স্থানীয় কাউন্সিল সদস্য দুইজন হলেন- প্রকৌশলী নুরুজ্জামান হোসাইন ও প্রকৌশলী আনোয়ার হোসাইন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ২৪ অক্টোবর আইইবির সদর দপ্তর রমনায় প্রতিষ্ঠানের সদস্যদের দ্বারা আহ্বানকৃত এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং (ইওজিএম) ঢাকার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ওই মিটিংয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ১ হাজার ৮০০ এর অধিক প্রকৌশলী উপস্থিত ছিলেন। পরে সর্বসম্মতিক্রমে প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম রিজুকে প্রেসিডেন্ট ও প্রকৌশলী অধ্যাপক ড. সাব্বির মোস্তফা খানকে সাধারণ সম্পাদক করে একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

Read Entire Article