আইইসিসি বাংলাদেশ আয়োজন করছে ‘মাল্টি ডিটেনশন এডুকেশন কার্নিভাল’

3 months ago 53

আন্তর্জাতিক উচ্চশিক্ষা নিয়ে আগ্রহী শিক্ষার্থীদের জন্য একটি বড় আকারের শিক্ষা মেলা আয়োজন করতে যাচ্ছে দেশের অন্যতম বিশ্বস্ত শিক্ষা পরামর্শ প্রতিষ্ঠান আইইসিসি বাংলাদেশ।

আগামী শনিবার (২৪ মে) ঢাকার বনানীতে হোটেল সারিনাতে দিনব্যাপী আয়োজিত হবে ‘মাল্টি ডিটেনশন এডুকেশন কার্নিভাল ২০২৫।’ যেখানে অংশগ্রহণ করবেন ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, মালেশিয়া ও ইউরোপের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা।

এ আয়োজনে শিক্ষার্থীরা সরাসরি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলে কোর্স নির্বাচন, স্কলারশিপ, ভিসা প্রসেসিং এবং ক্যারিয়ার অপশন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

এই ইভেন্টে থাকছে-

. স্পট অ্যাসেসমেন্ট ও স্পেশাল অফার

. স্কলারশিপ ওয়ার্কশপ 

. ভিসা কাউন্সেলিং

. মেম্বারশিপের ওপর বিশেষ ছাড়

ইভেন্টটি সম্পর্কে আইইসিসি বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর শাহাদাত আলম সুমন বলেন, এ ধরনের আয়োজন শুধু বিদেশে পড়ার সুযোগ নয়, শিক্ষার্থীদের মধ্যে আন্তর্জাতিক মানের প্রস্তুতির ভাবনাকেও জাগিয়ে তোলে। আমরা চাই, বাংলাদেশের শিক্ষার্থীরা সঠিক তথ্য ও দিকনির্দেশনার মাধ্যমে বিশ্বমানের শিক্ষা অর্জন করুক।

উল্লেখ্য, আইইসিসি বাংলাদেশ এরই মধ্যে ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া ও ইউরোপের শতাধিক প্রতিষ্ঠানের সাথে সরাসরি কাজ করছে এবং হাজার হাজার শিক্ষার্থীকে উচ্চশিক্ষার যাত্রায় সহায়তা করেছে।

রেজিস্ট্রেশন ফি একদমই নেই, তবে অংশগ্রহণের জন্য অনলাইন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।

রেজিস্ট্রেশন লিংক : https://forms.gle/GhvRChbogdNetrtx6

Read Entire Article